ডেস্ক রিপোর্টার, ৪সেপ্টেম্বর।
      প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জিএসটি ২.০ সংস্কারকে দেশের অর্থনীতির জন্য ‘ডাবল ডোজ’ হিসাবে ব্যাখ্যা করে তার ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, এই নয়া পদক্ষেপ। করের ব্যবস্থা দেশের প্রতিটি বিভাগের জন্য আরও সহজ এবং উপকারী হয়ে উঠেছে। গতকাল বুধবারই জিএসটি কাউন্সিল দেশের নতুন জিএসটি ধাপ নিয়ে সিদ্ধান্ত নেয়। তারফলে একাধিক পণ্য, পরিষেবায় জিএসটি কমতির ঘোষণা সামনে আসে। উৎসবের মরশুমের আগে, জিএসচি ঘিরে এই পদক্ষেপকে ‘পরবর্তী প্রজন্মের জন্য সংস্কার’ হিসাবে বর্ণনা করেন।
      জিএসটি কাউন্সিল আগের চারটি ট্যাক্স স্ল্যাবের পরিবর্তে বেশিরভাগ পণ্যের জন্য দুটি ট্যাক্স স্ল্যাব – ৫ শতাংশ এবং ১৮ শতাংশ অনুমোদন করার একদিন পরেই প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া আসে। এদিন লক্ষ্মীবার বৃহস্পতিবারে নরেন্দ্র মোদী দিল্লির এক অনুষ্ঠান থেকে জিএসটির এই নয়া ধাপের প্রশংসা করেন। মোদী বলেন,’এখন জিএসটি আরও সহজ হয়ে গিয়েছে। মাত্র দুটি স্ল্যাব রয়েছে – ৫% এবং ১৮% – যা প্রতিটি নাগরিক এবং ব্যবসার জন্য এটিকে সহজ করে তুলেছে।’ উল্লেখ্য, নবরাত্রির প্রথম দিন ২২ সেপ্টেম্বর থেকে নতুন কর ব্যবস্থা কার্যকর হবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, রাজ্যগুলির সঙ্গে মিলে কেন্দ্র একটি ‘বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জিএসটি ২.০ দেশের ‘সাপোর্ট ও গ্রোথে’র জন্য একটি ‘ডাবল ডোজ’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *