হেল্থ ডেস্ক, ৪ আগস্ট।।
স্থূলতা, অ্যালকোহল সেবন এবং হেপাটাইটিসের মতো প্রতিরোধযোগ্য কারণগুলি মোকাবেলায় আরও পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী লিভার ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। মেডিকেল জার্নালে প্রকাশিত গ্লোবাল ক্যান্সার অবজারভেটরির এই তথ্য নিশ্চিত করেছে।
গবেষণায় ভবিষ্যদ্বাণী করে বলা হয়েছে, এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ এটি ১.৩৭ মিলিয়ন মানুষের জীবন কেড়ে নেবে লিভার ক্যান্সার। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দল জানিয়েছে, মূলত পাঁচটি কারণে লিভার ক্যান্সার হতে পারে। তবে তিনটি ক্ষেত্রে প্রতিরোধ করা যেতে পারে। ঝুঁকির কারণগুলি মধ্যে অন্যতম হলো মদ্যপান, ভাইরাল হেপাটাইটিস এবং লিভারে চর্বি জমা যা স্থূলতার সাথে যুক্ত MASLD নামক রোগ। যা আগে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ নামে পরিচিত ছিল।
বিশ্ব হেপাটাইটিস দিবসে প্রকাশিত এই গবেষণা অনুসারে, ২০৫০ সালে হেপাটাইটিস বি এবং সি-এর কারণ হিসেবে দায়ী ভাইরাসগুলি লিভার ক্যান্সারের প্রধান কারণ হয়ে উঠবে।
২০৫০ সালের মধ্যে লিভার ক্যান্সারের ২১ শতাংশেরও বেশি ক্ষেত্রে অ্যালকোহল সেবনের ফলে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে গবেষণায়।
গবেষকরা হিসাব করে বলছেন, লিভারে স্থূলতার সাথে যুক্ত চর্বির কারণে ক্যান্সারের হার ১১ শতাংশে উন্নীত হবে।, যা দুই শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে।
