ডেস্ক রিপোর্টার,১৩ আগস্ট।
অপারেশন সিঁদুরের সময় সাধের এফ-১৬ যুদ্ধবিমান কি গুঁড়িয়ে দিয়েছে ভারত? সেই প্রশ্নের জবাব এড়িয়ে গেল আমেরিকা। জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকার তরফে বলা হয়েছে যে সেই বিষয়টি যেন পাকিস্তান সরকারের থেকে জেনে নেওয়া হয়। অর্থাৎ ঘুরিয়ে বললে, পাকিস্তানি বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান যে ভেঙে পড়েছে, তা অস্বীকার করল না আমেরিকা।
আমেরিকার সেই মন্তব্যের ধরনেই বাস্তবটা সামনে চলে এসেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ পাকিস্তানের হাতে যতগুলি এফ-১৬ যুদ্ধবিমান আছে, তার প্রতিটির খুঁটিনাটি জানে আমেরিকা। এমনকী কীভাবে মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে, তাতে নজরদারি চালানোর জন্য পাকিস্তানে সর্বক্ষণ নিজেদের একটা দলও রেখে দিয়েছে আমেরিকা। ফলে আমেরিকার কাছে এফ-১৬ নিয়ে খবর নেই, সেটা মানতে রাজি নয় সংশ্লিষ্ট মহল।

সেই পরিস্থিতিতে দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন অনেকে। তবে অপারেশন সিঁদুরের সময় আমেরিকার তৈরি করা এফ-১৬ যুদ্ধবিমান ভারত ধ্বংস করে দিয়েছে।সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যুত্তরের প্রয়োজন নেই। কারণ ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, কমপক্ষে একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ভারত। আর সেই সংখ্যাটা একাধিক হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
সেই এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়ে যাওয়ার কারণেই নাকি ভারতের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খড়্গহস্ত হয়েছেন কিনা, তা নিয়েও একটি মহলে জল্পনা শুরু হয়েছে। আমেরিকার কাছে এফ-১৬ যুদ্ধবিমান হল রত্ন। ভারতের কাছে সেই রত্ন ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে নিলে আমেরিকার যে মুখ পুড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
তবে শুধু এফ-১৬ যুদ্ধবিমান নয়, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কমপক্ষে পাঁচটি ফাইটার জেটকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ এয়ার মার্শাল জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কমপক্ষে ছ’টি বিমান ধ্বংস করে দেওয়া হয়েছে। যে তালিকায় পাঁচটি যুদ্ধবিমান আছে। সঙ্গে রয়েছে একটি অন্য বিমানও।(এইচ টি)