ডেস্ক রিপোর্টার,২০ আগস্ট।।
ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে ইতিমধ্যে দিল্লিকে কোণঠাসা করার পাকা বন্দোবস্ত করে ফেলেছে আমেরিকা। এবার তাদের নীতির জেরে কাজ হারালেন কয়েক হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। মঙ্গলবার বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকলের পক্ষ থেকে ভারতে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত পেশাদাররা। সম্প্রতি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ওরাকল প্রধান ল্যারি উইলসন। আর মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হল। এই দুই ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখতে রাজি নন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ট্রাম্পের সঙ্গে ল্যারির বৈঠকে আমেরিকায় কর্মসংস্থান, ডেটা নিরাপত্তা এবং প্রযুক্তিগত অংশিদারিত্বের উপর জোর দেওয়া হয়। সেই বৈঠকের পরই ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করে ওরাকল। এরপরই কর্মী সংকোচনের ঘোষণা।
ভারতে ওরাকলের ১০ শতাংশ কর্মী সংকোচনের বড়সড় প্রভাব পড়তে চলেছে। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে সংস্থার ২৮ হাজার ৮২৪ জন কর্মী রয়েছে। এবার বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, নয়ডা এবং কলকাতায় তাদের অফিসে কর্মরত প্রতি দশজনের একজন কাজ হারাবেন।
