মেঘনা পাড়ের প্রাক্তন ওপেনার ইমরুল কায়েসের বক্তব্য, ” ভারত ব্যাটিং- বোলিং দুই বিভাগেই শক্তিশালী। তবে বুমরাহ দলে নেই। শেষ দু’বছরে ভারতীয় ক্রিকেটের বুমরাহ’র ভূমিকা কি ছিলো? এটা সবাই জানে। ভারতীয় দলে বুমরাহ না থাকাতে জয়ের সুযোগ বাড়াবে বাংলাদেশের।”
স্পোর্টস ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি।। ভারত – বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ক্রিকেটের চ্যাম্পিয়ন ট্রফির আসরে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। আসরে ভারত তার প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে। বৃহস্পতিবার দিন – রাতের এই হাই- ভোল্টেজ ম্যাচ নিয়ে তীব্র উত্তেজনা দিল্লি ও ঢাকাতে। দুই প্রতিবেশীর ম্যাচ নিয়ে চড়ছে জুয়ার বাজার। তবে ম্যাচে ভারতের দিকেই জুয়ার দর বেশী। গোটা চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত পাচ্ছে না দলের প্রধান স্পিড স্টার জশপ্রীত বুমরাহকে।চোটের জন্য দলের বাইরে আছেন দলের এক নম্বর সীমার। এদিকে বুমরাহর অনুপস্থিতিকে কাজে লাগিয়ে ভারতকে পরাজিত করার স্বপ্ন দেখছে ইউনূসের বাংলাদেশ।
মেঘনা পাড়ের প্রাক্তন ওপেনার ইমরুল কায়েসের বক্তব্য, ” ভারত ব্যাটিং- বোলিং দুই বিভাগেই শক্তিশালী। তবে বুমরাহ দলে নেই। শেষ দু’বছরে ভারতীয় ক্রিকেটের বুমরাহ’র ভূমিকা কি ছিলো? এটা সবাই জানে। ভারতীয় দলে বুমরাহ না থাকাতে জয়ের সুযোগ বাড়াবে বাংলাদেশের।”
একবার শামি ছন্দে ফিরলে বাংলাদেশকে বিপদে। ফেলে দিতে পারে।
বুমরাহ হীন ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। স্পিড স্টার শামিকে নিয়ে ইমরুলের মূল্যায়ন, “শামির ফিরে আসাটা বড় বিষয়। একবার শামি ছন্দে ফিরলে বাংলাদেশকে বিপদে। ফেলে দিতে পারে।”
মো: শামি
ইতিমধ্যে ভারত – বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি এই ম্যাচের টিকিট নিঃশেষ।
শামি ছাড়াও ভারতীয় পেস অ্যাটাকে থাকবেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। ভারতের মতো বাংলাদেশও শাকিব-আল-হাসানের মতো তারকাকে ছাড়াই মাঠে নামবে। বাংলাদেশের রাজনীতি ও অবৈধ অ্যাকশনের যুগলবন্দিতে আপাতত জাতীয় দলের বাইরে শাকিব। তবে দুই দলের তারকাদের একাংশ মাঠের বাইরে থাকলেও এই ম্যাচ নিয়ে সাধারন মানুষের উত্তেজনা বেড়ে গিয়েছে কয়েক ডিগ্রি। ইতিমধ্যে ভারত – বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি এই ম্যাচের টিকিট নিঃশেষ। স্বাভাবিকভাবেই অনুমেয়, এই ম্যাচের উত্তেজনার পারদ কতটা ঊর্ধমুখী?