ভারতের পিনাকা গাইডেড রকেটটির সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ, ভারতের উত্তরপূর্ব সীমান্ত থেকে  বাংলাদেশের ঢাকা  থেকে চট্টগ্রামের মতো শহর অনায়াসে চলে আসবে পিনাকা মিসাইলের রেঞ্জের মধ্যে। শুধু কি তাই,  বাংলাদেশের খুলনা, রাজশাহীর মতো যেকোনও বড় শহরই এই মিসাইলের রেঞ্জে থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ডেস্ক রিপোর্টার, ৩০ ডিসেম্বর।।
                    মহা বিপদের মুখে ইউনূসের বাংলাদেশ। এবার বঙ্গোপসাগরে পিনাকা মিসাইল লঞ্চ করলো ভারত। মিসাইলের রেঞ্জে বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম। ভারতের  পিনাকা মিসাইলেই সফল উৎক্ষেপণ  বুক দুরদুর করছে পদ্মা পাড়ের দণ্ডমুন্ডের কর্তাদের। বিশেষ ভাবে ভারত বিরোধী শক্তির।তারা গুনছে বিপদের প্রহর। গত ২৯ ডিসেম্বর ভারতের ওড়িশার চাঁদিপুর থেকে বঙ্গোপসাগরে পিনাকা দূরপাল্লার মিসাইলের সফল পরীক্ষা করা হয়। পিনাকা মিসাইলের এটিই প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল। দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই মিসাইলটি।


ভারতের পিনাকা গাইডেড রকেটটির সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ, ভারতের উত্তরপূর্ব সীমান্ত থেকে  বাংলাদেশের ঢাকা  থেকে চট্টগ্রামের মতো শহর অনায়াসে চলে আসবে পিনাকা মিসাইলের রেঞ্জের মধ্যে।


শুধু কি তাই,  বাংলাদেশের খুলনা, রাজশাহীর মতো যেকোনও বড় শহরই এই মিসাইলের রেঞ্জে থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।



পিনাকা মিসাইলের এই সংস্করণের সফল পরীক্ষার পর ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘দূরপাল্লার এই গাইডেড মিসাইলের সাফল্য সশস্ত্র বাহিনীর সক্ষমতা বহুগুণে বাড়াবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *