আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। এই মুহূর্তে বাংলাদেশে নিত্য দিন ঘটছে হিংসার ঘটনা। এই পরিস্থিতিতে বাংলাদেশ কোনো ভাবেই ভারতীয়দের জন্য নিরাপদ নয়। স্বাভাবিক ভাবেই  
সেখানে থাকা হাইকমিশন, সহকারী হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে  বাংলাদেশ ত্যাগ করার নির্দেশ  দিয়েছে নয়াদিল্লি।

ডেস্ক রিপোর্টার, ২১ জানুয়ারি।।
      বাংলাদেশে ভারতীয় হাই কমিশন সহ অন্যান্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারের সদস্যদের দেশে পাঠানোর পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। ভোটমুখী বাংলাদেশের পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশের বিদেশ মন্ত্রক। তবে,বাংলাদেশে ভারতীয় হাই-কমিশন এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে। সেখানে চলবে কাজও। স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে নয়া দিল্লি।
       আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। এই মুহূর্তে বাংলাদেশে নিত্য দিন ঘটছে হিংসার ঘটনা। এই পরিস্থিতিতে বাংলাদেশ কোনো ভাবেই ভারতীয়দের জন্য নিরাপদ নয়। স্বাভাবিক ভাবেই  
সেখানে থাকা হাইকমিশন, সহকারী হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে  বাংলাদেশ ত্যাগ করার নির্দেশ  দিয়েছে নয়াদিল্লি।


ঢাকাতে  রয়েছে ভারতের হাই-কমিশন। তাছাড়া গোটা বাংলাদেশে ভারতের আরও চারটি সহকারী হাই-কমিশন রয়েছে। চট্টগ্রাম, রাজশাহি, সিলেট, খুলনাতে। সেখানে কর্মরত ভারতীয় কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসার কথা জানিয়ে দিয়েছে নয়া দিল্লি।


বিদেশ মন্ত্রকের তরফে  স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের সঙ্গে দূতবাস ও উপদূতাবাসের কাজকর্ম আগের মতোই চলবে। শুধু কর্মীদের পরিবারের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত।
গত বছরের শেষ দিকে ভারতের কূটনৈতিক দফতরের সামনে বিক্ষোভ হয় বাংলাদেশে।


নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রথমে ঢাকায় ভিসা-কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। হাদির মৃত্যুর পরেও চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাইকমিশনের দফতর লক্ষ্য করে ইট ছোড়া হয়। ঘেরাও করা হয় ডেপুটি কমিশনের অফিস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *