ডেস্ক রিপোর্টার,২২ ডিসেম্বর।।
                বাংলাদেশে চরমে উঠেছে ভারত বিদ্বেষ। আবার ঢাকার রাজপথে ভারতের জাতীয় পতাকা অঙ্কন করে তার উপর দিয়ে  মানুষের হাঁটার ব্যবস্থা করে দিয়েছে ওপারের ভারত বিরোধী এক শিল্পী। ভারতের জাতীয় পতাকার দুই পাশে আঁকা হয়েছে দুইটি চটি জুতা।ঘটনা ঢাকার পুরসভার মাঠ সংলগ্ন এলাকায় মূল সড়কে। বাংলাদেশের এই শিল্পীর দাবী, ওসমান হাদির মৃত্যুর জন্য দায়ী ভারত। আসলে সে জানেই না ঘটনার নেপথ্যে খোদ ইনকালাব মঞ্চের নেতারাই। এই তথ্য ওপেন সিক্রেট গোটা বাংলাদেশে। অথচ মূর্খের সাগরে বাস করা মৌলবাদী ও তাদের মানসিকতা সম্পন্ন লোকজন হাদির মৃত্যুর জন্য দায়ী করছে ভারতকে।ভারতের কাছে বাংলাদেশের ওসমান হাদির মতো জঙ্গি নেতা গুরুত্বহীন। ভারত ইচ্ছা করলে গোটা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে পরে মাত্র ৩০ মিনিটে। ইউনূসকে তার ঘরে ঢুকে তুলে নিয়ে আসতে পারে।তাহলে হাদিকে কেন মারবে ভারত? বাস্তব অর্থে ভারত চাইছে না “কিট – পতঙ্গে”র দেশ বাংলাদেশকে চর থাপ্পড় দিয়ে নিজেদের লজ্জায় ফেলতে। তাই বারবার ভারত দয়া দেখাচ্ছে বাংলাদেশের উপর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *