ডেস্ক রিপোর্টার,৪ আগস্ট।।
           তুরস্কের মদতেই ভারতীয় ভূখণ্ড নিয়ে ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্র তৈরি করেছে জেহাদিরা! সংসদে দাঁড়িয়ে এই বোমা ফাটালেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শংকর। শুধু তাই নয়, এই মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীতেও দেখানো হয়েছে বলে দাবি করেছেন বিদেশ মন্ত্রী।
         সম্প্রতি কংগ্রেস নেতা রণদীপ সুরযেওয়ালা বলেন, তুরস্ক সমর্থিত বাংলাদেশের এক জেহাদি গোষ্ঠী, যারা ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্র প্রচার করছে। এই বিষয়ে কেন্দ্রের কাছে বিষদে তথ্য প্রকাশ করার দাবি জানান তিনি। রণদীপ
প্রশ্ন করেন, ভারত সরকার কূটনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছে কি না? পাশাপাশি, এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিয়ে কী ভাবছে সরকার? সেই প্রশ্নটিও উত্থাপন করেন তিনি।
           কংগ্রেস নেতার এই প্রশ্নের জবাবে জয়শংকর একটি বিবৃতিতে বলেন, ‘সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ঢাকার একটি জেহাদি গোষ্ঠী ‘সালতানাত-ই-বাংলা’ এই মানচিত্রটি প্রকাশ করেছে। তাদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে ‘তুর্কি যুব ফেডারেশন’ নামে তুরস্কের একটি এনজিও।
    মানচিত্রটিতে ভারতের কিছু অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকী এই মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রদর্শিত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্রটি প্রদর্শন করা হয়েছিল।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *