ডেস্ক রিপোর্টার,৬ মার্চ।।
             কানাডার পর ব্রিটেনেও খলিস্তানি সমর্থকদের আস্ফালন। ব্রিটেন সফরে যাওয়া ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে হামলার চেষ্টা করে খলিস্তানিরা।তারা ছিঁড়ে দেয় ভারতের জাতীয় পতাকা।রাস্তায় আটকে দেয় বিদেশ মন্ত্রীর গাড়ি।এরপর এস জয় শঙ্করকে আক্রমণের জন্য উদ্ধত হয়।সবটাই ঘটে ব্রিটেন পুলিশের সামনে। ব্রিটেন পুলিশ শক্ত হাতে সামাল দেয় পরিস্থিতি। তবে এই ঘটনার পর ব্রিটেনে ভারতের বিদেশ মন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই ঘটনার  পেছনে কুখ্যাত খলিস্তানি জঙ্গি পান্নুনের ষড়যন্ত্র।

।ব্রিটেনে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের গাড়ি।

ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মঙ্গলবার  গিয়েছেন ব্রিটেন সফরে।ব্রিটেনের  প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে করেছেন বৈঠক। বুধবার  তিনি লন্ডনের চ্যাথাম হাউসে একটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে চ্যাথাম হাউস থেকে বের হয়ে গাড়িতে উঠার সময়ে রাস্তার অপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলো খলিস্তানি সমর্থকরা। জয় শঙ্কর গাড়িতে উঠার মুহূর্তেই খলিস্তানিরা গাড়িটি ঘিরে ফেলে। এবং গাড়ির সামনে ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে।যদিও এরপর স্থানীয় পুলিশ খলিস্তানি সমর্থকদের সরিয়ে দেয়। এবং নিরাপদেই চলে যান ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর।

#Tripura# India# Foreign# Minister # Jaishankar# Britain #khalistani #Supporter
               


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *