ডেস্ক রিপোর্টার,২৭ অক্টোবর।।

         ”ভারতের সঙ্গে যে কোনও যুদ্ধে হেরে যাবে পাকিস্তান। কোনো সময়ই ইসলামাবাদ হারাতে পারে না দিল্লিকে। তাই পা উচিৎ ভারতের সাঙ্গে বন্ধুত্ব পূর্ন সম্পর্ক রাখা। তাতে মঙ্গল হবে পাকিস্তানের।”  বক্তা আমেরিকার প্রাক্তন গোয়েন্দা আধিকারিক জন কিরিকৌ।আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ – র প্রাক্তন আধিকারিক জন কিরিকৌ পুরানো স্মৃতি তুলে ধরে বলেন, পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে যুদ্ধ না করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া। কারন ভারতের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানের কোনো লাভ হবে না।

আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ – র প্রাক্তন আধিকারিক জন কিরিকৌ পুরানো স্মৃতি তুলে ধরে বলেন, পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে যুদ্ধ না করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া। কারন ভারতের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানের কোনো লাভ হবে না।  তাঁর কথায়, “ভারত ও পাকিস্তানের মধ্যে প্রকৃত যুদ্ধে আক্ষরিক অর্থেই ভাল কিছু হবে না, কারণ পাকিস্তানিরা হেরে যাবে।  তাই ভারতীয়দের ক্রমাগত উস্কানি দিয়ে কোনও লাভ নেই।  ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালে বালাকোট স্ট্রাইক এবং চলতি বছরের এপ্রিলে পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর বার বার পরাস্ত হয়েছে পাকিস্তান।সীমান্তের ওপার থেকে জঙ্গিদের দ্বারা পরিচালিত হামলার পর ভারত দৃঢ় পদক্ষেপ নিয়েছে প্রতিবার। ইসলামাবাদকে একাধিকবার সতর্ক করে দিল্লি জানিয়ে দেয়,কোনও রকম পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। তারপরও পাকিস্তান তাদের চরিত্র বদল করে নি।

আমেরিকার প্রাক্তন গোয়েন্দা আধিকারিক জন কিরিকৌর এই বক্তব্যে, নিঃসন্দেহে চাপে পড়েছে পাকিস্তান।আন্তর্জাতিক বিশ্ব আবারও বুঝতে পেরেছে ভারতের সামরিক শক্তির বহর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *