ডেস্ক রিপোর্টার,১৮ অক্টোবর।।
               আফগানদের সঙ্গে সংঘর্ষের মাঝেই ভারত নিয়ে ফের বক্তব্য রাখলেন পাক সমর প্রধান আসিম মুনির। কাকুলের পাক মিলিটারি অ্যাকাডেমিতে ভাষণ দেওয়ার সময় মুনিরের মুখে শোনা গেল পরমাণু যুদ্ধ নিয়ে হুমকি। তাঁর কথায়, ‘যুদ্ধক্ষেত্র নিয়ে ভারতের পরিচিত ধারণাকে ভেঙে দিতে পারে’ ইসলামাবাদের সামরিক ক্ষমতা। পাশাপাশি তাঁর কথায়, পরমাণু শক্তিধর দেশের মধ্যে আর যুদ্ধের কোনও স্থান নেই।
        পাক বোমা বর্ষণে আফগান সীমান্তে মৃত্যু হয়েছে সাধারণ নাগরিকের। মৃত্যু হয়েছে সেই দেশের বিখ্যাত দুই খেলোয়াড়ের। রাষ্ট্রসংঘের নিয়মমাফিক যা যুদ্ধাপরাধের সামিল। এর মাঝেই ভারতকে নিয়ে আক্রমণ শানিয়ে পাক সামরিক প্রধান বলেন, ‘খুব ছোটখাটো উস্কানিতেও পাকিস্তানকে বড় পদক্ষেপ নিতে পারে।’
      মিলিটারি অ্যাকাডেমির ওই সভায় মুনির বলেন, ‘যদি নতুন করে শত্রুতার ঢেউ শুরু হয়, তাহলে পাকিস্তানের প্রতিক্রিয়া মারাত্মক হবে। যুদ্ধস্থানের রসদ পরিবহন আগের তুলনায় সহজ হওয়ার কারণে আমাদের অস্ত্রের ক্ষমতা ভারতের, সুরক্ষা ভেঙে দেবে।’ পাশাপাশি ভারতের ক্ষয়ক্ষতি নিয়েও শোনা যায় সতর্কবাণী। পাক আর্মি প্রধানের কথায়, ‘নতুন করে উস্কানির পরিস্থিতি তৈরি হলে পাকিস্তান প্রত্যাঘাত করবে। আর এর ফলে ভাবনারও বেশি ক্ষতি হতে পারে শত্রুদের (ভারতের)। হিসেবের সীমা পেরিয়ে যাবে সেই ক্ষতি।’
     তবে পাকিস্তানের এই বিপুল ধ্বংস পরিকল্পনার দায়ভারও ভারতের উপর চাপাতে ভোলেননি পাক সমরপ্রধান। আসিম মুনিরের কথায়, ‘এই বিপুল ক্ষয়ক্ষতির জন্য ভারতই দায়ী থাকবে। ব্যাপক ধ্বংসাত্মক যুদ্ধের দায়ভার ভারতের উপরেই বর্তাবে’ বলে সতর্ক করে দেন তিনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *