ডেস্ক রিপোর্টার,৯ এপ্রিল।। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ক্ষেত্রে ভারতের আকাশকে একশ শতাংশ নিরাপত্তা দিয়েছে ভারতীয় সেনার সুদর্শন। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের নাম অনুসারেই ভারতীয় সেনা অস্ত্রটির নাম রেখেছে ” সুদর্শন”। এই সুদর্শন ভারতের আকাশ প্রতিরক্ষায় এক অপরাজেয় শক্তি হয়ে উঠেছে। ভারতের আকাশকে নিরাপত্তা দিতে রাশিয়ার কাছ অস্ত্রটি ক্রয় করেছিল নয়া দিল্লি। রাশিয়াতে এই অস্ত্রের নাম “এস – ৪০০ ট্রায়াম্ফ”। অস্ত্রটি ভারতীয় সেনাবাহিনীতে আসার পর তার নাম হয়েছে ‘সুদর্শন’ এস- ৪০০। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম।
আকাশের মধ্যেই মিসাইল গুলিকে নষ্ট করে দিয়েছে ভারতের “সুদর্শন – এস-৪০০”।
গত ৪৮ ঘণ্টা ধরে পাকিস্তান ভারতের আকাশে ধারাবাহিক ভাবে মুড়ি-মুরকির মতো ছুঁড়েছে মিসাইল। কিন্তু একটি মিসাইলও লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারিনি। তার আগেই আকাশের মধ্যেই মিসাইল গুলিকে নষ্ট করে দিয়েছে ভারতের “সুদর্শন – এস-৪০০”। স্বাভাবিকভাবেই সুদর্শন-র জন্য ভারতের কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের বহু অঞ্চল সুরক্ষিত থেকে যায়। সংশ্লিষ্ট অঞ্চল গুলিতে পাক মিসাইলের কোনো আঁচ লাগতে দেয়নি ভারতীয় সেনার “সুদর্শন”।
সুদর্শন-এস-৪০০” মিসাইল সিস্টেমের – র মূল বৈশিষ্ট্য কি?
রাডার সিস্টেম: ৬০০ কিমি দূর থেকে লক্ষ্য বস্তুকে সনাক্ত করতে সক্ষম। একসঙ্গে ১০০টি টার্গেট ট্র্যাক করতে পারে।
ক্ষেপণাস্ত্র ক্ষমতা:
৪০এন ৬ই– ৪০০ কিমি পাল্লা
৪৮এন৬– ২০০–২৫০ কিমি
৯এম ৯৬ই২ – ১২০ কিমি
৯এম ৯৬ই – ৪০ কিমি
এই সুদর্শনই ভারতের আকাশকে করে তুলেছে অপ্রতিরোধ্য।
ভারতীয় সেনার সুদর্শন একসঙ্গে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম শত্রুর বিমান ও মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। মুহূর্তেই পাকিস্তানি মিসাইল আক্রমণকে আকাশ পথেই করে দিয়েছে ভোতা। অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে এই সুদর্শনই ভারতের আকাশকে করে তুলেছে অপ্রতিরোধ্য।