ট্রাম্প নিজের পোস্ট লেখেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত কী করল তাতে আমার কিছু যায় আসে না। তারা একসঙ্গে তাদের মৃত অর্থনীতি ধ্বংস করতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি, তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

ডেস্ক রিপোর্টার,৩১ জুলাই।।
           এবার ফের সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতকে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য সম্পর্ককে নিশানা করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি নিজের পোস্টে লেখেন, রাশিয়ার সাথে ভারত কী করছে তা তিনি পরোয়া করেন না এবং উভয় দেশই তাদের ‘মৃত অর্থনীতির’ পতন ডেকে আনতে পারেন একসাথে।
        ট্রাম্প নিজের পোস্ট লেখেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত কী করল তাতে আমার কিছু যায় আসে না। তারা একসঙ্গে তাদের মৃত অর্থনীতি ধ্বংস করতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি, তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। একইভাবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রও একসঙ্গে প্রায় কোনও ব্যবসা করে না। আমরা বিষয়টিকে সেভাবেই রাখব। রাশিয়ার ব্যর্থ প্রাক্তন রাষ্ট্রপতি মেদভেদেভকে বলি, তিনি কী বলছেন, সেদিকে যেন তিনি নজর দেন। ও খুব বিপজ্জনক এলাকায় ঢুকে পড়ছে! তিনি মনে করেন যে তিনি এখনও রুশ রাষ্ট্রপতি।’

এই আবহে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক্স-এ একটি পোস্ট করে লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে ‘আল্টিমেটাম গেম’ খেলছেন এবং এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে রূপ নিতে পারে।’

মেদভেদেভ লিখেছেন, ‘প্রতিটি নতুন আল্টিমেটাম একটি হুমকি এবং যুদ্ধের দিকে একটি পদক্ষেপ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নয়, ট্রাম্পের দেশের সঙ্গে।’ এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যর্থতায় তিনি হতাশ এবং তিনি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১০ বা ১২ দিনে নামিয়ে আনছেন। এই আবহে মেদভেদেভকে তোপ দাগতে পোস্ট করেন ট্রাম্প।


ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ও জরিমানার হুমকির পর বৃহস্পতিবার ভারতীয় শেয়ারের দরপতন ঘটে।

এদিকে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ও জরিমানার হুমকির পর বৃহস্পতিবার ভারতীয় শেয়ারের দরপতন ঘটে। ডোনাল্ড ট্রাম্প ১ অগস্ট থেকে দেশটি থেকে আমদানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক এবং অনির্দিষ্ট জরিমানা আরোপের ঘোষণা দেওয়ার পরে ভারতীয় শেয়ারের পতন হয়েছে। নিফটি৫০ ০.৬১% কমে ২৪,৭০৩.১ পয়েন্টে দাঁড়ায় এবং বিএসই সেনসেক্স ০.৬৪% কমে ৮০,৯৬৩.১৪ পয়েন্টে দাঁড়ায়। শেয়ার বাজারের ১৬টি প্রধান খাতের সবগুলোই লোকসানে আছে। বিস্তৃত স্মল-ক্যাপ এবং মিড-ক্যাপগুলি যথাক্রমে প্রায় ০.৬% এবং ০.৯% কমে গিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *