স্পোর্টস ডেস্ক,২৩ জুলাই।।
ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট শুরু হচ্ছে বুধবার। ম্যাচ হবে ম্যাঞ্চেস্টারে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে।এটা এই সিরিজ়ের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতীয় দলকে সিরিজ় জয়ের আশা বজায় রাখতে এই ম্যাচ জিততেই হবে। অপরদিকে, ইংল্যান্ড যদি এই ম্যাচে জয় হাসিল করলে পকেটে পুড়বে সিরিজ।
যে কোনও টেস্টেই মাঠের পিচ কেমন, তাঁর চরিত্র কেমন, কারা সুবিধা পাবে, সেইসব দিকে সকলেরই নজর থাকবে। ওল্ড ট্রাফোর্ডের পিচটা ঠিক কেমন? ইতিহাস বলছে এই মাঠ এক সময় ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য ছিল। গতি, বাউন্স সামলাতে নাজেহাল হতেন ব্যাটাররা। তবে ক্রিকেটের কালের বিবর্তনে ম্যাঞ্চেস্টারের পিচের গতি অনেকটাই কমেছে। এই টেস্টে পরিবেশের যা পূর্বাভাস, তাতে ম্যাচ শুরুর আগে খাতায় কলমে অনন্ত ফাস্ট বোলাররাই খুশি হবেন।
রিপোর্ট অনুযায়ী ম্যাঞ্চেস্টারে ম্যাচের প্রথম দিন ৬৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১৪ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে। দ্বিতীয় দিন তো বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। বৃহস্পতিবার, ম্যাঞ্চেস্টারে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। তাপমাত্রা ১২ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস। বৃষ্টি আর মেঘলা আকাশ মানেই ফাস্ট বোলারদের বল স্যুইং করানোর আদর্শ পরিবেশ। তাই জোফ্রা আর্চার, যশপ্রীত বুমরারা এই মাঠে বোলিং করাটা বেশ উপভোগ করবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ইংল্যান্ড প্রাক্তন তারকা স্টিভ হার্মিসন ওল্ড ট্রাফোর্ডের পিচ সম্পর্কে বলেন ‘ইংল্যান্ডে বিগত তিন মাস কোথাও তেমন বৃষ্টি হয়নি। তবে কোথাও যদি বৃষ্টি হয়, তাহলে সেটা ম্যাঞ্চেস্টারেই হবে। আর বৃষ্টি হলেই পিচটা কিন্তু জেগে উঠবে। ম্যাঞ্চেস্টারের পিচ এখন অতীতের আচরণ করে না। আগে পিচ ছিল যথেষ্ট শক্ত। বাউন্স হতো । বোলারদের মারণাস্ত্র রিভার্স স্যুইং দেখা যেতো ঘন ঘন। এখন এই পিচ খুবই মন্থর।
