স্পোর্টস ডেস্ক,১২ অক্টোবর।।
           অনেকেই হয়ত আশা করে ছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ডবল সেঞ্চুরি করবেন যশস্বী জয়সওয়াল। যশস্বী নিজেও হয়ত তেমনটাই ভেবে মাঠে নেমেছিলেন শনিবারে। তবে দিনের শুরুতেই রান আউট হয়ে সাজঘরে ফিরলেন জয়সওয়াল। এবং আউট হয়েও দীর্ঘক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকলেন জয়সওয়াল। অধিনায়ক শুভমন গিলের সঙ্গে ঠিক ‘বচসা’ না হলেও জয়সওয়ালের চোখে-মুখে ‘অসন্তোষ’ ছিল স্পষ্ট। যশস্বী যখন ফিরলেন, তখন তাঁর নামের পাশে ১৭৫ রান। বল খেলেছেন ২৫৮। তাতে চার মেরেছিলেন ২২টি।
       শনিবার ম্যাচের দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মিডঅফে বল ঠেলে দিয়ে রানের জন্যে দৌড়ান যশস্বী জয়সওয়াল। তবে শুভমন গিল নিজের ক্রিজ ছাড়েননি। এদিকে যশস্বী বলটি সামনের দিকে খেলায় হিসেব মতো এটা তাঁর ‘কল’ হওয়ার কথা ছিল। তবে যশস্বীর ডাকে সাড়া দেননি গিল।

    এদিকে ততক্ষণে যশস্বী অর্ধেক ক্রিজ পার করে গিয়েছেন। তবে যখন ব্রেক কষে ফের পিছনের দিকে জয়সওয়াল দৌড় লাগালেন, ততক্ষণে মিডঅফে থাকা তেনারায়ণ চন্ত্রপাল বলটি ছুড়ে দিয়েছেন উইকেটরক্ষকের দিকে। আর স্বভাবতই জয়সওয়াল ক্রিজে পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে দেন উইকেরক্ষক। এরপর মাথায় হাত দিয়ে মাঠেই দাঁড়িয়ে পড়েন জয়সওয়াল। তিনি গিলকে একাধিকবার বলেন, ‘এটা তো আমার কল ছিল’। তবে অবশেষে ক্রিজ ছেড়ে সাজঘরে ফিরতে হয় জয়সওয়ালকে।
        এদিকে নিজের ছোট্ট ক্যারিয়ারেই যশস্বী জয়সওয়াল ৭টি টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন। এদিকে এই সেঞ্চুরির ফলে ২৩ বছর বা তার কম বয়সে টেস্টে সর্বাধিক ১৫০ রানের বেশি স্কোরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন যশস্বী। ৪৮টি ইনিংসে পাঁচবার ১৫০ বা তার বেশি রান করেছেন ভারতীয় ব্যাটার। এই তালিকায় শীর্ষে আছেন ডন ব্র্যাডম্যান।  ২৩ বছরে সর্বাধিক শতরানের নিরিখে সচিন তেন্ডুলকরের ১১টি শতরান পরে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন যশস্বী। এই নিয়ে চতুর্থবারের জন্য ভারতের মাঠে টেস্টের প্রথম দিনেই ১৫০-র বেশি রান করলেন যশস্বী। এর মধ্যে ২টি ডবল সেঞ্চুরিও আছে। এদিকে ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসের নিরিখে দ্রুততম ৩,০০০ রান পূরণ করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন যশস্বী। এই তালিকায় শীর্ষস্থানে আছেন সুনীল গাভাসকর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *