ডেস্ক রিপোর্টার, ২১ ডিসেম্বর ।।
ক্রমশ অবনতি হচ্ছে ভারত – বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশী দুর্বৃত্তরা অপহরণ করেছে এক বিএসএফ জওয়ানকে। তার নাম বেদ প্রকাশ। ঘটনা পশ্চিম বাংলার কোচ বিহারের মেখলিগঞ্জ সীমান্তে।
তিনি কোচবিহারের বিএসএফ ১৭৪ ব্যাটালিয়নে অর্জুন ক্যাম্পে কর্মরত।রবিবার ভোরে বাংলাদেশী দুর্বৃত্তরা ভারত ভূ-খণ্ডে প্রবেশের চেষ্টা করছিলো। তাদের উদ্দেশ্য ছিলো গরু পাচার। তখন জওয়ান বেদ প্রকাশ বাংলাদেশী দুর্বৃত্তদের পিছু ধাওয়া করে। এক সময়ে ঘন কুয়াশায় হারিয়ে যান বিএসএফ জওয়ান বেদ প্রকাশ।
নির্জনতার সুযোগ নিয়ে দূর্বৃত্তরা বিএসএফ জওয়ানকে সীমান্তের ওপারে টেনে নিয়ে যায়। অবশ্যই বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফ জওয়ান বেদ প্রকাশকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এই মুহূর্তে বিএসএফ জওয়ান বেদ প্রকাশকে ফিরিয়ে আনতে কোচ বিহারের ভারত – বাংলাদেশ সীমান্তে পতাকা বৈঠক চলছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। খবর লেখা পর্যন্ত অপহৃত বিএসএফ জওয়ান বেদ প্রকাশ দেশে ফিরে আসেন নি। খবর ভারতীয় সীমান্তরক্ষী সূত্রে।এই বিষয়টি ভালো ভাবে নিচ্ছে না ভারত সরকার। ঢাকাকে দ্রুত সমস্যার সমাধানের বার্তা দিয়েছে নয়া দিল্লি।

