স্পোর্টস ডেস্ক, ২০ ডিসেম্বর।।
          টি২০ বিশ্বকাপের দল নির্বাচনে ঝটকা দিল বিসিসিআই। ভাইস ক্যাপ্টেন শুভমন গিলকে বাদ দেওয়া হল দল থেকে। সাম্প্রতিক সময় টি২০-তে গিলের ফর্ম ছিল না। এই পরিস্থিতিতে চোটের কথা বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলানো হয় সঞ্জু স্যামসনকে। এবং গিল এই সিরিজে তিন ম্যাচে যত না রান করেছেন, ১৬০-এর বেশি স্ট্রাইকরেটে তার থেকে বেশি রান করে দেন সঞ্জু। স্বাভাবিক ভাবেই দল থেকে ছিটকে গেলেন গিল।এর আগে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপেও দলে ছিলেন না শুভমন গিল। এদিকে বহুদিন পর জাতীয় দলে ফিরলেন ইশান কিষাণ। সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে ১০ ম্যাচে ৫১৭ রান করেন ইশান। ফাইনালে সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
    ভারতের টি২০ বিশ্বকাপের দল – সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *