স্পোর্টস ডেস্ক, ১০অক্টোবর।।
এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিংকে প্রাণে মারার হুমকি। হুমকিদাতা নিজেকে দাউদ ইব্রাহিমের “ডি” গ্রুপের সদস্য বলে দাবী করে। তার নাম মহাম্মদ দিলশাদ নওশাদ। বাড়ি বিহারের দ্বারভাঙ্গায়।ডি – গ্রুপের নাম করে রিঙ্কুর কাছে দশ কোটি টাকা পণ চেয়েছিল দেশের এক সময়ের মোস্ট ওয়ান্টেড এই অপরাধী। এই ঘটনার পর রিঙ্কু সিং থানায় মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ দিলশাদকে গ্রেফতার করে । বছর খানেক আগে নওশাদ গ্রেফতার হয়েছিল ত্রিনিদাদ ও টোবাগোতে। সেখান থেকে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে আনা হয়েছিল ভারতে। এরপর সে আদালত থেকে জামিনে মুক্তি পায়।
পুলিশের জিজ্ঞাসাবাদের ধৃত নওশাদ স্বীকার করেছে তার অপরাধ। পুলিশকে সে জানায়, রিঙ্কু সিংয়ের কাছ থেকে ১০ কোটি টাকা পণ চেয়েছিল।
রিঙ্কু সিংয়ের ইভেন্ট ম্যানেজারকে পাঠিয়ে ছিলো একটি হুমকি মূলক ইমেল।দিলশান তার পাঠানো ইমেলে নিজেকে দাউদের গ্রুপের সদস্য বলে দাবী করেছিল।
রিঙ্কু সম্প্রতি এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি প্লেয়িং ইলেভেনে স্থান না পেলেও ফাইনালে খেলেন। এবং ফাইনালেও তিনি একটিমাত্র বল খেলেন। আর তাতেই দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানের কফিনে অন্তিম পেরেক পুঁতে দিয়ে ভারতকে পৌঁছে দিয়েছিল কাঙ্খিত জয়ে লক্ষ্যে।
