ডেস্ক রিপোর্টার, ৩ আগস্ট।।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রানি মুখার্জি ।বলিউডে দীর্ঘ তিন দশকের সফর—তবু এটাই তাঁর প্রথম জাতীয় স্বীকৃতি। আর এই অসাধারণ মুহূর্তকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিতে তিনি পৌঁছলেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে, প্রার্থনার জন্য।সিদ্ধিবিনায়ক মন্দিরের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে রানির দর্শনের ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায়, নীল রঙের সালোয়ার-কামিজ পরা রানি মাথায় লাল ওড়না জড়িয়ে, কপালে তিলক নিয়ে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন। একাধিক ছবিতে তাঁকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে, কিন্তু মুখে যেন এক আভিজাত্য শান্তি।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে এক মা-এর ভূমিকায় রানির অভিনয় মন কাড়ে সকলের। এই চরিত্রটি সাগরিকা চক্রবর্তীর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত—যিনি ২০১১ সালে তাঁর সন্তানদের নরওয়ের সরকার থেকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছিলেন। সেই আবেগ, রাগ, যন্ত্রণা আর মাতৃত্বের আকুলতা এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন রানি, যে জাতীয় পুরস্কার যেন এক ন্যায্য প্রাপ্তি হয়ে দাঁড়ায়।
রাণী মুখার্জী তাঁর প্রাপ্ত এই পুরস্কার তিনি সারা বিশ্বের মায়েদের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, “একজন মায়ের তাঁর সন্তানের জন্য ভালোবাসা ও হিংস্রতা কোনওটাই পরিমাপ করা যায় না। এ এমন এক গল্প ছিল যা সারা বিশ্ব তো বটেই দেশকেও নাড়িয়ে দিয়েছিল। একজন প্রবাসী ভারতীয় মায়ের তাঁর সন্তানের জন্য সর্বস্ব দিয়ে লড়াই চালিয়ে যাওয়া আমাকে ভীষণভাবে নারা দিয়েছে। পরবর্তীতে আমি নিজে যখন মা হয়েছি তখন এটা মনেপ্রাণে উপলব্ধি করেছি।”

