স্পোর্টস ডেস্ক,১৮ অক্টোবর।।
উজবেকিস্তানকে হারিয়ে ২১ বছর পরে প্রথমবার এএফসি এশিয়ান কাপের টিকিট পেল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দল। শুক্রবার ০-১ গোলে পিছিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে থান্ডামণি বাস্কে (৫৫ মিনিট) এবং অনুষ্কা কুমারির ৬৬ মিনিট) গোলে ২-১ গোলে জিতে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে ফেলে ভারতের যুব দল। দিদিরা যে নজির গড়েছেন, সেই ধারা অব্যাহত রেখে অনুষ্কারাও এশিয়ার মঞ্চে জায়গা করে নিলেন। এর আগে ২৩ বছরে প্রথমবার এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে ভারতের সিনিয়র মহিলা দল।
মেয়েরা যখন এশিয়ার মঞ্চ কাঁপানোর অপেক্ষায় আছেন, সেখানে কোটি-কোটি পাওয়া ভারতের সিনিয়র পুরুষ দলের ফুটবলাররা রীতিমতো ডুবিয়েছেন। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা-অর্জন পর্বে বাংলাদেশের মতো দলকে হারাতে পারেননি। এমনকী সিঙ্গাপুরের বিরুদ্ধেও হেরে গিয়েছে ভারতীয় সিনিয়র পুরুষ দল। শেষ হয়ে গিয়েছে এএফসি এশিয়ান কাপের স্বপ্ন। একেবারে তলানিতে নেমে গিয়েছে ভারতীয় পুরুষ দল।
