ডেস্ক রিপোর্টার,২৭ অগাষ্ট।।
              সম্প্রতি আমেরিকা শুল্কনীতিতে বড়সড় পরিবর্তন এনেছে। নয়া নীতি কার্যকর হবে চলতি মাসের শেষের দিক থেকে। এই অবস্থায় গত ২৫ আগস্ট থেকে আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল ভারতীয় ডাক বিভাগ।
    গত ৩০ জুলাই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছিলো আমেরিকা। সেখানে বলা হয়েছে , এত দিন ৮০০ মার্কিন ডলার মূল্য পর্যন্ত কোনও সামগ্রী আমেরিকার বাইরে পাঠানোর ক্ষেত্রে কোনও শুল্ক গুনতে হত না। কিন্তু আগামী ২৯ আগস্ট থেকে শুল্কমুক্ত পরিষেবা স্থগিত করা হচ্ছে। ইন্টারন্যাশানাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের আওতায় নতুন শুল্কনীতি জারি করেছে ট্রাম্প প্রশাসন। একমাত্র ১০০ মার্কিন ডলার মূল্য পর্যন্ত উপহার সামগ্রীর ক্ষেত্রে শুল্কছাড় মিলবে। এর পালটা ভারতীয় ডাক বিভাগ পরিষেবা সাময়িক স্থগিতের কথা জানাল।
    যে সব গ্রাহক ইতিমধ্যেই আমেরিকায় পার্সেল পাঠানোর জন্য বুকিং করেছেন, তারাও নতুন নিয়মের আওতায় পড়বেন। ফলে আপাতত তাদের পার্সেল আমেরিকায় পাঠানো হবে না। বরং তা ফেরত পাঠানো হবে বলেই জানানো হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফে। উল্লেখ্য, ট্রাম্পের শুল্কবাণে জেরবার ভারত-সহ একাধিক দেশ।ভারতের মতোই অস্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়ামের মতো দেশগুলিও আমেরিকায় ডাক পরিষেবা স্থগিত করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *