ডেস্ক রিপোর্টার,২৯ জুন।।
পরাগ জৈন। ভারতের ১৯৮৯-র ব্যাচের আইপিএস। তাঁকেই এখন দেশের গুরু দায়িত্ব সপে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনিই হচ্ছেন দেশের গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা “র”- র নতুন প্রধান। কেন্দ্রীয় মন্ত্রিসভা তাঁকে ‘র’ প্রধান হিসেবে মনোনীত করেছে। দেশের গুপ্তচর সংস্থা র বর্তমান প্রধান রবি সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন আইপিএস পরাগ জৈন।
২০২৩ সালে ” র”- র প্রধান ছিলেন সামন্ত গোয়েল। এরপর “র ” দায়িত্ব সামলান ১৯৮৮-এর ব্যাচের আইপিএস অফিসার রবি সিং। এবার তার জায়গাতে আসছেন অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-র দায়িত্বপ্রাপ্ত পরাগ জৈন।
“র” – র নতুন প্রধান পরাগ জৈন পাঞ্জাব ক্যাডারের আইপিএস। পাঞ্জাবের খালিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাঞ্জাবের লুধিয়ানার ডিআইজি থাকাকালীন তিনি মাদক মাফিয়া দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে তথ্য সংগ্রহের ক্ষেত্রে তার সমসাময়িক অফিসারদের থেকে কয়েক যোজন এগিয়ে পরাগ জৈন। সাম্প্রতিক কালের অপারেশন সিঁদুর এর সময় তিনি ছিলেন ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর প্রধান পদে। পাক ভূখণ্ডে থাকা নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা করে ভারতীয় বায়ু সেনা। কিভাবে,কখন , কোন অবস্থায় হামলা চালাতে হবে পাক সন্ত্রাসীদের ডেরায়। তার নিখুঁত ব্লু প্রিন্ট তৈরি করে দেন আইপিএস পরাগ।