বর্তমান বিশ্বে সামরিক শক্তিতে বলীয়মান আমেরিকা, রাশিয়া  বা নেটো-রাষ্ট্রগুলির কাছেও নেই এই প্রযুক্তি।প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, “আগামী দিনে শত্রুর পাঠানো পঙ্গপালের মতো ড্রোনের ঝাঁককে (সোয়ার্ম ড্রোন) মাঝ-আকাশেই ভার্গবাস্ত্র- র মাধ্যমে উড়াতে পারবে ভারত।

ডেস্ক রিপোর্টার, ২৫ জানুয়ারি।।
        পাঁচটি – দশটি নয়, এক সঙ্গে ছোড়া যায় ৬০টি ছোট ছোট ক্ষেপণাস্ত্র (মাইক্রো মিসাইল)! এই অস্ত্র এবার ভারতের হাতে। চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে  সেই ভয়ঙ্কর “ভার্গবাস্ত্র” হাতে পাচ্ছে ভারতীয় ফৌজ। এই অস্ত্র সরবরাহ করছে দেশীয় সংস্থা সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের (এসডিএএল)।
কোম্পানির প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান সত্যনারায়ণ নন্দলাল নুওয়াল। তাঁর দাবি, বর্তমান বিশ্বে সামরিক শক্তিতে বলীয়মান আমেরিকা, রাশিয়া  বা নেটো-রাষ্ট্রগুলির কাছেও নেই এই প্রযুক্তি।প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, “আগামী দিনে শত্রুর পাঠানো পঙ্গপালের মতো ড্রোনের ঝাঁককে (সোয়ার্ম ড্রোন) মাঝ-আকাশেই ভার্গবাস্ত্র- র মাধ্যমে উড়াতে পারবে ভারত।


সম্প্রতি, মহারাষ্ট্রের নাগপুরের  একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোলার ডিফেন্সের চেয়ারম্যান সত্যনারায়ণ। তিনি ভাষণে বলেন, ‘‘বিশ্বের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলিতে (এয়ার ডিফেন্স সিস্টেম) একসঙ্গে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার সুবিধা থাকে। আর এখানেই ভার্গবাস্ত্র একেবারে সম্পূর্ণ পৃথক।ভার্গবাস্ত্র- র সাহায্যে একসঙ্গে ৬০টি মাইক্রো-মিসাইল ছুড়তে পারবে ভারতীয় সেনা। ফলে শত্রুর সঙ্গে লড়াইয়ের সময়  ভারত ভূ – খণ্ডের আকাশ সীমাকে পুরু রক্ষা কবচে ঢেকে ফেলতে কোনও অসুবিধা হবে না ভার্গবাস্ত্র- র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *