ডেস্ক রিপোর্টার, ১০ এপ্রিল।।
                 বাংলাদেশকে ভাতে মারার কৌশল নিয়েছে ভারত।  এখন থেকে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে না বাংলাদেশ। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে নয়া দিল্লি। অর্থাৎ ভারতের বিভিন্ন বন্দর ও বিমান বন্দরের শুল্ক কেন্দ্রও ব্যবহার করতে পারবে না ইউনূসের দেশ।
আর তাতেই মাথায় বাজ পড়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের।
           ২০২০ সালের চুক্তি অনুযায়ী, নেপাল, ভুটান ও মায়ানমারের সঙ্গে ব্যবসার জন্য বাংলাদেশ ভারতের মাটি ব্যবহার করতো। এখন ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ট্যাক্স অ্যান্ড কাস্টমসের পক্ষ থেকে বাংলাদেশের সেই বাণিজ্যিক অধিকার ছিনিয়ে নিয়েছে। এর ফলে পন্য আমদানি – রপ্তানিতে সমস্যায় পড়বে বাংলাদেশ।
        ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে ঘরের মধ্যে চাপে পড়ে যান বাংলাদেশের প্রধান উপদেস্টা মো: ইউনূস। বাংলাদেশের ব্যবসায়ীরা সরাসরি বলতে শুরু করেছেন, ভারতের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে নয়া দিল্লিকে অনুরোধ করার জন্য। সম্প্রতি থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোঃ ইউনূসের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ পর্বের রেশ কাটতে না কাটতেই কেন ভারতের এই সিদ্ধান্ত?
               শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার ক্ষমতায় বসেই ভারত বিরোধী বিষ বাষ্প ছড়িয়ে দেয় গোটা দেশে। সমগ্র বাংলাদেশ জুড়ে শুরু হয় ভারত বিরোধী কার্যকলাপ। গাছলের তিন নম্বর বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে বাংলাদেশের ফড়িং’রাও ভারতকে দেখে নেওয়ার হুমকি দেয়। এর ফলে রাজনৈতিক ও কূটনৈতিক দিক দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশর সম্পর্কের অবনতি হয়। ভারত বারবার বাংলাদেশের প্রতি সহানুভূতি দেখিয়েছিল। কিন্তু ইউনূস সরকার সেই পথে হাঁটেন নি। এবার ভারত বাধ্য হয়ে বাংলাদেশকে ভাতে মারার স্ক্রিপ্ট রচনা করে দিয়েছে।

#India #Bangladesh # modi #yunus#jm






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *