ডেস্ক রিপোর্টার, ২মে।।
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই ভয়ে পাকিস্তান বার বার ভারত নিয়ে জুয়া খেলছে। কখনো নিজেরা আক্রমণ করছে, কখনো বা পাক মদতপুষ্ট জঙ্গিদের নিয়ে আক্রমণ শানিয়েছে। এই কারনেই ৯০- র দশক থেকে কাশ্মীরকে করেছে রক্তাক্ত। শেষ পর্যন্ত তাদের কাশ্মীরের গণ্ডি পেরিয়ে ভারতের অন্যান্য জায়গাতেও হামলা করেছে পাকিস্তান। আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি বা সিআইএ এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। ১৯৯৩ সালে সিআইএ’ র বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। এই তথ্যের মধ্যেই ভারতের প্রতি পাকিস্তানের তিক্ততার মূল কারণ তুলে ধরেছে মার্কিন গুপ্তচর সংস্থা।
আইএসআই জঙ্গিদের অর্থ সহ অস্ত্র এবং থাকা, খাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছে: সিআইএ।

সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির ফাঁস করা তথ্য অনুযায়ী, ভারতকে চাপে রাখতেই পাকিস্তান সেনা ও তাদের গুপ্তচর সংস্থা আইএসআই জঙ্গিদের অর্থ সহ অস্ত্র এবং থাকা, খাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছে। এখনও করছে। মার্কিন গুপ্তচর সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ” জন্মের পর থেকেই ভারতকে প্রচন্ড ভয় পায় পাকিস্তান। তারা ভালো করেই জানে ভারতের সঙ্গে পেরে উঠবে না। ১৯৬৫ থেকে ১৯৭১ এবং ১৯৯৯ পর পর তিনটি যুদ্ধে ইসলামাবাদ নাস্তানবুদ হয়েছে নয়া দিল্লির কাছে।

১৯৭১- র যুদ্ধের পর পাকিস্তান একেবারেই ভেঙে পড়েছে। কারণ তাদের হাতে থাকা পূর্ব পাকিস্তান ছিনিয়ে নিয়ে ভারত নতুন দেশ “বাংলাদেশের” জন্ম দিয়েছে। এরপর পাকিস্তান আরো বেশি করে অস্তিত্ব সংকটে ভুগতে থাকে। সম্প্রতি মার্কিন সরকার তাদের সরকারী মহাফেজখানা থেকে সিআইএ – র জমা করা ৯০- র দশকের গোপন তথ্য প্রকাশ্যে নিয়ে আসে।
যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের থেকে ভারত বরাবর কয়েক যোজন এগিয়ে থাকে ।এটা বিলক্ষণ বুঝতে পেরেছেন ইসলামাবাদ।
এই তথ্য বিচার বিশ্লেষণ করে ওয়াশিংটন ভারত পাকিস্তানের তিক্ততার সম্পর্কের উপসংহারে স্পষ্টভাবেই দাবি করেছে, দুই প্রতিবেশীর মধ্যে লড়াইয়ের মূল ইস্যু কাশ্মীর। তবে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের থেকে ভারত বরাবর কয়েক যোজন এগিয়ে থাকে ।এটা বিলক্ষণ বুঝতে পেরেছেন ইসলামাবাদ। তাই দশকের পর দশক ঘুরপথে জঙ্গিদের দিয়েই ভারতে অশান্তি চালানোর ব্লু প্রিন্ট রচনা তৈরি করে আসছে কালে কালে ক্ষমতায় আসা পাক প্রশাসকগণ।

এই পরিস্হিতি তৈরি হলে নিশ্চিত ভাবে দক্ষিণ – পূর্ব এশিয়া থেকেই শুরু হবে তৃতীয় বিশ্ব যুদ্ধ। দাবি সিআইএ- র।
তাতে মদত দিতে কোনো কার্পণ্য করেননি সেই দেশের রাজনৈতিক দলগুলো নেতারা। মার্কিন রিপোর্টে বলা হয়েছে, দুই দেশই এখন পরমাণু শক্তিধর। এক্ষেত্রে ২০ শতাংশ যুদ্ধের সম্ভাবনা কমে গেলেও সামান্য ভুল বুঝাবুঝিতে ধৈর্যচুত্য হলেও বিপদ বাড়তে পারে। তখন ভারত – পাকিস্তানের মধ্যে শুরু হতে পারে পরমাণু যুদ্ধ। এই পরিস্হিতি তৈরি হলে নিশ্চিত ভাবে দক্ষিণ – পূর্ব এশিয়া থেকেই শুরু হবে তৃতীয় বিশ্ব যুদ্ধ।
#Tripura #India #Pakistan #War #USA#CIA #Report# JM