পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের স্যুট – বুট- কোট খুলে কবে তাকে নগ্ন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?


এই মুহূর্তে সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ “সুপার পাওয়ার” ভারত। আমেরিকা,রাশিয়া, চীনের পরেই ভারতের স্থান। তারপরও রণভূমিতে নেমে পাকিস্তানের উপর সরাসরি প্রত্যাঘাত হানতে ভারত সময় ব্যয় করছে কেন? প্রশ্ন তুলছেন দেশের মানুষ।

ডেস্ক রিপোর্টার, ২৮ এপ্রিল।।

Table of Contents

                       দেশের শাসক ভারতীর জনতা পার্টির ধর্মীয় পোস্টার বয় ভগবান ” শ্রী রাম”। জয় শ্রী রাম ধ্বনি দিয়ে নিজেদের অপার রাম ভক্তির পরিচয় দিয়ে থাকেন ভাজপার নেতা – কর্মীরা।কাশ্মীরের পহেল গ্রামের জঙ্গি হামলায় রাক্ষস রূপী জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে হত্যা করেছে। এখন সময় এসেছে রাবণ বধের ।  “রাবণ বধ” করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি দেশের মানুষের কাছে  ” শ্রীরাম” হয়ে উঠতে পারবেন? নিরাপত্তা উপদেস্টা অজিত দোভাল কি  হবেন মোদীর “হনুমান”? এই কোটি টাকার প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের প্রতিটি মানুষের অলিন্দে।

“পহেল গ্রামের ঘটনায় জড়িত জঙ্গিদের পাতাললোক থেকে খুঁজে বের করে হত্যা করা হবে। তাদেরকে কোনো ভাবেই ছাড়া হবে না।”- প্রধানমন্ত্রী

।।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।

পহেল গ্রামের ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক কমিটিকে নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, ” পহেল গ্রামের ঘটনায় জড়িত জঙ্গিদের পাতাললোক থেকে খুঁজে বের করে হত্যা করা হবে। তাদেরকে কোনো ভাবেই ছাড়া হবে না।”

           পরবর্তীতে প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে  ফের হুঙ্কার দিয়েছেন। তিনি বলেন, ” ঘরের মধ্যে ঢুকে জঙ্গিদের নিকেশ করা হবে। তার জন্য দেশের মানুষকে সেনা ও মোদী গ্যারান্টির উপর আস্থা রাখতে হবে।”

পহেলগ্রামের রক্তের বদলে ইসলামাবাদেও রক্ত ছিটিয়ে দিতে চাইছে দেশবাসী।

আরো খবর পড়ুন

https://janatarmashal.com/indian-nevy-news-from-the-ship-from-the-ship-to-the-enemys-heart/

এই মুহূর্তে সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ “সুপার পাওয়ার” ভারত। আমেরিকা,রাশিয়া, চীনের পরেই ভারতের স্থান। তারপরও পাকিস্তানের উপর সরাসরি প্রত্যাঘাত হানতে ভারত সময় ব্যয় করছে কেন? প্রশ্ন তুলছেন দেশের মানুষ।

১৯৯৯ অটল বিহারী বাজপায়ীর ভারত কার্গিল যুদ্ধে পাকিস্তানের  হাড়গুড় ভেঙ্গে দিয়েছিল।

তথ্য বলছে, ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা দখল নিয়েছিল লাহোর। ১৯৭১- র যুদ্ধে ভারত পাকিস্থানকে দুই টুকরো করে  বাংলাদেশের জন্ম দিয়েছিল। ১৯৯৯ অটল বিহারী বাজপায়ীর ভারত কার্গিল যুদ্ধে পাকিস্তানের  হাড়গুড় ভেঙ্গে দিয়েছিল।১৯৬৫, ১৯৭১ ও  ১৯৯৯-র তুলনায় বর্তমান ভারতের সামরিক শক্তি কয়েক হাজার গুণ বেশী।

।পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

দিল্লি কি পারবে না ইসলামাবাদের হৃদপিণ্ড খুবলে নিতে?

পহেলগ্রাম ঘটনার পর আমেরিকা, রাশিয়া ও ইসরায়েলের মতো দেশ গুলি ভারতকে পাশে থাকার বার্তা দিয়েছে। তারপরও দেশের ভূস্বর্গের মাটিতে হিন্দু গণহত্যার ঘটনার পর পাকিস্তানের উপর এখনো কেন সরাসরি রণভূমিতে প্রত্যাঘাত করেনি ভারত? ভারতের তুলনায় খুবই ছোট দেশ ইসরায়েল, যদি গাজা ধংস করে দিতে পারে,তাহলে দিল্লি কি পারবে না ইসলামাবাদের হৃদপিণ্ড খুবলে নিতে?

।।প্রতীকী ছবি।।

কাশ্মীরে হিন্দু গণহত্যার বদলা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কলি যুগের “শ্রীরামের” ভূমিকা নিতে পারবেন?

দেশের মানুষের প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশে হিন্দু নির্যাতনের পর গোটা বিশ্বের হিন্দুর পোস্টার বয় নরেন্দ্র মোদী কোনো পদক্ষেপ নেন নি। অবশ্যই এটা ছিলো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু কাশ্মীরে হিন্দু গণহত্যার বদলা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কলি যুগের “শ্রীরামের” ভূমিকা নিতে পারবেন? তিনি কি পারবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ইসলামাবাদের লঙ্কাপুরী জ্বালিয়ে দিতে ?

। নৃশংসতা, পহেল গ্রামের বদলার অপেক্ষায় গোটা ভারত।(ছবি – সংগৃহীত)।

দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর একশ শতাংশ আস্থা রয়েছে। তিনি বদলা নেবেনই।

নাকি, পুলওয়ামা কান্ডের পর সংঘটিত সার্জিক্যাল স্ট্রাইকের পথেই হাঁটুবেন হিন্দুর রাজনৈতিক পোস্টার বয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী? এই প্রশ্ন এখন উঠছে দেশের হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরের হেঁসেল থেকেই। দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর একশ শতাংশ আস্থা রয়েছে। আমজনতার বিশ্বাস,খুব শীঘ্রই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের  স্যুট – বুট খুলে তাকে নগ্ন করে দেবেন নরেন্দ্র মোদী।

#Tripura #India #Pakistan #War #Narendra #Modi # Sree Ram #Janatar#Mashal।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *