ডেস্ক রিপোর্টার, ৩ জানুয়ারি।।
ভারত – বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই এই নির্দেশ দিয়েছে শাহরুখ খানের আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে। শাহরুখ খান ৯.২০ কোটি টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে তাঁর দলে নিয়েছিলো। এই খবর নিশ্চিত করেছেন বিসিসিআই- র সচিব দেবজিৎ সাকিয়া। ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে খুশির হাওয়া দেশজুড়ে।
২০২৬- র আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানের নাম আসার পরেই দেশ জুড়ে প্রবল প্রতিবাদ শুরু হয়। শেষ পর্যন্ত নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে প্রায় দশ কোটি টাকায় নিয়ে নেয়। এরপর দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সাধারন মানুষ থেকে রাজনীতিবিদ সহ ভারতের প্রাক্তন ক্রিকেটাররা বিষয়টি নিয়ে মুখ খোলেন। শুধু তাই নয়, পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের লোকজন নাইট রাইডার্স – র মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি নিয়ে সোচ্চার হন।সংখ্যালঘুরা স্পস্ট ভাবেই জানিয়ে দেন, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ভারত থেকে প্রায় দশ কোটি টাকা পাবেন। তিনি সেই টাকা নিয়ে যাবেন বাংলাদেশে। অথচ বাংলাদেশের সরকার থেকে রাজনৈতিক নেতা সহ সাধারণ মানুষ রোজ নিয়ম করেই ভারতকে গালাগাল করে থাকে। এই অবস্থায় মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারকে ভারত থেকে কানা কড়িও দেওয়া যাবে না।তাদের তোপের মুখে পড়েন খোদ শাহরুখ খান এবং বিসিসিআই। শেষ পর্যন্ত দেশের মানুষের ভাবাবেগের কথা চিন্তা করে বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে আই পি এল থেকে ছেঁটে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

