ডেস্ক রিপোর্টার,২১ আগস্ট।।
পায়রার পায়ে ঝুলছে চিরকুট! তাতে জম্মুর স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ হেন এক পায়রাকে ধরা হয়েছে বলে বৃহস্পতিবার জানাল বিএসএফ তার পরে জম্মুর স্টেশন-সহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জম্মু থেকে ৪০ কিলোমিটার দূরে আরএসপুরা সেক্টরে পায়রাটিকে ধরা হয়েছে। তার পায়ে একটি চিরকুট বাধা ছিল। তাতে উর্দু এবং ইংরেজিতে লেখা রয়েছে। উর্দুতে লেখা হয়েছে, ‘‘কাশ্মীর আমাদের। সময় এসেছে, এটা আমাদের হবে।’’ ইংরেজিতে জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
পায়রার পায়ে বাঁধা এই চিরকুট মেলার পরেই জম্মু তাওয়াই স্টেশনে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের অন্য এলাকাতেও কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, সীমান্তের ও পার থেকে কেউ পায়রার পায়ে চিরকুট বেঁধে ঠাট্টা করে থাকতে পারেন। হুমকি দেওয়ার উদ্দেশ্যে না-ও করে থাকতে পারেন।
