ডেস্ক রিপোর্টার, ২৩ এপ্রিল।।

                   ভারতের ভূ-স্বর্গ কাশ্মীরের পহেল গ্রামে পর্যটকদের উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ইসলামাবাদ। পাকিস্তানে ঘাটি গেড়ে বসে থাকা জঙ্গিরা ভারত ভূ- খন্ডে প্রবেশ করে পহেল গ্রামে নিরীহ পর্যটকদের উপর হত্যার লীলা চালায়। পহেলগ্রামে জঙ্গি হামলার ঘটনার মোট ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে তিন জন বিদেশি নাগরিক।

            পহেল গ্রামের ‘সিন অফ ক্রাইম’ ছিলো অদ্ভুদ রকমের। সীমান্ত টপকে আসা জঙ্গিরা প্রথমে উপস্থিত পর্যটকদের পরিচয় জেনে নেয়। এই সময়ে অনেক দুপুরের খাওয়ার খাচ্ছিলেন, কেউ বা বিশ্রাম করছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর মুসলিমদের পর্যটকদের ছড়িয়ে দিয়ে, হিন্দু পর্যটকদের উপর  নির্বিচারে হাতে থাকা রাইফেল থেকে গুলি বর্ষন করে জঙ্গিরা। অর্থাৎ  বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের পর্যটকদের কুতল করে উগ্রপন্থীরা।তবে মঙ্গলবারের পহেলগ্রামের ঘটনা নিরাপত্তার ছিদ্রগুলি ফের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো। সাম্প্রতিক কালে ভারতে জঙ্গি হামলায় এক সঙ্গে এতো সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটে নি।

পোহেল গ্রামে হিন্দু পর্যটকদের গণ লাশ (ছবি – সংগৃহীত)

পহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনার খবর পেয়ে  শ্রীনগরে ছুটে গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সরাসরি এই ঘটনার জন্য দায়ী করেছেন পাকিস্তানকে। পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত ভারত। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিশ্বে ফের পাকিস্তানের জঙ্গী চেহারাকে তুলে ধরতে ভারত উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন অমিত শাহ।

           ভারতীয় গোয়েন্দার দাবী, পোহেলগ্রামের ঘটনার সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী ও আই এস আই ওতপ্রোত ভাবে জড়িত। এই সংক্রান্ত সমস্ত তথ্য রয়েছে ভারতের কাছে। সুতরাং, এই ঘটনার দায় কোনো ভাবেই এড়াতে পারবে না পাকিস্তান। এদিকে বুধবার সকালেই কেন্দ্রিয় স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ ছুটে গিয়েছেন অভিশপ্ত পোহেলগ্রামে।

#Tripura#Jammu&Kashmir #Pahelgram#extremist#Pakistan#army #isi#jm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *