ডেস্ক রিপোর্টার, ৯জুন।।
তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন নরেন্দ্র মোদী।এই ঐতিহাসিক শপথ গ্রহণের মাধ্যমে নরেন্দ্র মোদী স্পর্শ করলেন জওহরলাল নেহরুকে।নেহেরুর পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন মোদী।রবিবার ঠিক সন্ধ্যা ৭ টা ২৩ মিনিট ২১ সেকেন্ডে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে ১০টা বছর পার করে একাদশ বছরে পদার্পণ করলেন মোদী।

মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০১৪ সালে। টানা ১০ বছরের কংগ্রেসের শাসনের পরে বিজেপির ঝড় উঠেছিল ভারতে। আর প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে বিজেপির আধিপত্য আরও বৃদ্ধি পেয়েছিল। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন। রবিবার আনুষ্ঠানিকভাবে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করলেন মোদী। ১৯৫২ থেকে ১৯৬৪ পর্যন্ত জওহর লাল নেহেরু টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে প্রধান মন্ত্রিত্বের হ্যাটট্রিক করেছিলেন।

মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি ভবনে ছিলো তারকাদের ঢল । বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।