বাংলার মুখ্যমন্ত্রী পরিসংখ্যান টেনে বলেন , সংখ্যার নিরিখে বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চম স্থানে। এশিয়াতে দ্বিতীয় স্থানে। বিশ্বে প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলেন। অথচ এই ভাষায় কথা বলার জন্য জেলে যেতে হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাকে দেশান্তরী হওয়ার হুমকি আসছে।

ডেস্ক রিপোর্টার, ২৬ জুলাই।।
                  “মাতৃভাষাকে রক্ষা করতে প্রয়োজনে আবার হবে ভাষা আন্দোলন। ” — এই হুঁশিয়ারি  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
      সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষার উপর  নেমে এসেছে ‘ভাষা-সন্ত্রাস’। বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুশিয়ারি দিয়ে বলেছেন, ” সেই রাজ্যে কেউ বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে।” গত ২৪ জুলাই উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে মূলত ঘুর পথে  হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের ভাষা সন্ত্রাসের জবাব দিতে গিয়েই একথা বলেছেন বাংলার অগ্নি কন্যা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাষা, সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাষা, সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড। শিশুরা যেমন প্রথম ‘মা’ বলতে শেখে, সে রকম আমরা মাতৃভাষায় কথা বলা শিখি। সেই বাংলা ভাষার উপর আজ ভাষা-সন্ত্রাস চলছে। বাংলা ভাষায় যারা কথা বলেন, তাদের ওপর অত্যাচার হচ্ছে। আর একটা ভাষা আন্দোলন চাই, সমাজকে জাগ্রত করতে হবে।

বাংলার মুখ্যমন্ত্রী পরিসংখ্যান টেনে বলেন , সংখ্যার নিরিখে বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চম স্থানে। এশিয়াতে দ্বিতীয় স্থানে। বিশ্বে প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলেন। অথচ এই ভাষায় কথা বলার জন্য জেলে যেতে হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাকে দেশান্তরী হওয়ার হুমকি আসছে।
      


বাংলা ভাষার একের পর এক উন্নয়নে ভয় পাচ্ছে অন্যান্য ভাষাভাষীর লোকজন। তাই বাংলা ভাষাকে রাজনৈতিকভাবে বঞ্চনা করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ জুড়ে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,  বাংলা ভাষার একের পর এক উন্নয়নে ভয় পাচ্ছে অন্যান্য ভাষাভাষীর লোকজন। তাই বাংলা ভাষাকে রাজনৈতিকভাবে বঞ্চনা করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ জুড়ে।বাংলা ও বাঙালির গর্ভগৃহ জন্ম দিয়েছে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎ চন্দ্র নজরুলদের। বাংলার বুকে স্বাধীনতার ডাক দিয়েছেন নেতাজী সুভাষ চন্দ্র বসু, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী,সূর্য সেনরা। রাজা রামমোহনের হাত ধরে বাংলা থেকেই নবজাগরণ হয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে জাতীয় সঙ্গীত। বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। আর এখন এই ভাষার উপরেই চলছে সন্ত্রাস। এটা মানা যায় না। গোটা দেশে বাংলা ভাষায় কথা বলার জন্য যদি কেউ গ্রেফতার হয়,তাহলে আবার শুরু হবে ভাষা আন্দোলন। এই আন্দোলন শুরু হবে দেশের রাজধানী দিল্লি থেকে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *