ডেস্ক রিপোর্টার,২০ জুলাই।।
মাওবাদী দমনে অব্যাহত অপারেশন ব্ল্যাক ফরেস্ট। ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বুলেট যুদ্ধে নিহত ছয় মাওবাদী। উদ্ধার করা হয়েছে একে ৪৭ রাইফেল ও এস এল আর। ঘটনা ছত্রিশগড়ের মাওবাদী অধ্যুষিত জেলা নারায়নপুরে। এই তথ্য নিশ্চিত করেছেন নারায়নপুরের এসপি রবিনসন গুড়িয়া।
তিনি জানান, প্রাপ্ত খবরের ভিত্তিতে নারায়ণপুর, কাঙ্কের, জগদলপুর এবং কোন্ডাগাঁও অঞ্চলে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই সময়ে পিপলস লিবারেশন গেরিলা আর্মি ১ নম্বর প্লাটুনের ৭-৮ জন মাওবাদী দল নারায়ণপুরে ঘুরাঘুরি করছিলো। নিরাপত্তা বাহিনীর আঁচ পেয়ে মাওবাদীরা এলোপাথাড়ি গুলি শুরু করে। এরপর নিরাপত্তা বাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তুলে। বেশ কিছু ক্ষণ দুই পক্ষের মধ্যে চলে বুলেট বৃষ্টি। এক সময় মাওবাদীদের দিক থেকে গুলি আসা বন্ধ হয়ে যায়। এরপর নিরাপত্তা বাহিনী গভীর জঙ্গলে প্রবেশ করে। এবং সেখান থেকে উদ্ধার করে ছয় মাওবাদীর মৃতদেহ।