অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিজি হরিশ কুমার গুপ্তা বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এই সংঘর্ষ হয়। গোলাগুলিতে একজন শীর্ষ মাওবাদী নেতা সহ ছয় মাওবাদী নিহত হয়েছেন। বর্তমানে অকুস্থলে চলছে চিরুনী তল্লাশি।

ডেস্ক রিপোর্টার,১৮ নভেম্বর।।
             নিরাপত্তা বাহিনীর জন্য আজকের দিনটি বিরাট সাফল্যের। ৭৬ জন জওয়ানকে হত্যা করা মাওবাদী মাডভি হিদমাকে খতম করা হয়েছে। কিন্তু এই অপারেশনটি কীভাবে সফল হলো?
   মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে,  প্রায় ৩৪ ঘণ্টা ধরে মাওবাদী নেতার গতিবিধি পর্যবেক্ষণ করার পরে নিরাপত্তা বাহিনী অপারেশন কার্যকর করার জন্য একটি ছোট দল গঠন করে। যাতে কোনওরকম পালাতে না পারে মাওবাদী নেতা, সেজন্য পুরো এলাকা ঘিরে ফেরা হয়েছিল কৌশলগতভাবে। পুরো একটা বৃত্তের মধ্যে আটকে ফেলা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, রাত ২টা নাগাদ  নিরাপত্তা বাহিনী অপারেশন শুরু করে। প্রায় চার ঘণ্টা ধরে চলা দীর্ঘ এনকাউন্টারে হিদমাকে নিকেশ করা হয়।
     মধ্যপ্রদেশ পুলিশের তথ্য অনুযায়ী, মাওবাদী নেতার প্রাক্তন ঘনিষ্ঠই হিদমার বিষয়ে তথ্য দিয়েছিল। তারা জানিয়েছিল, হিদমা তার প্রায় ২৫০ জন আস্থাভাজন ক্যাডারকে নিয়ে তেলাঙ্গানা ঢুকে পড়েছে। ।
অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিজি হরিশ কুমার গুপ্তা বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এই সংঘর্ষ হয়। গোলাগুলিতে একজন শীর্ষ মাওবাদী নেতা সহ ছয় মাওবাদী নিহত হয়েছেন। বর্তমানে অকুস্থলে চলছে চিরুনি তল্লাশি । উল্লেখ্য, ১৯৮১ সালে তৎকালীন মধ্যপ্রদেশের সুকমায় জন্মগ্রহণ করে হিদমা। পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলো সে। সিপিআই মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিল হিদমা। কেন্দ্রীয় কমিটির বাস্তার অঞ্চলের একমাত্র উপজাতি সদস্য ছিল হিদমা। তার স্ত্রী রাজে ওরফে রাজাক্কাও এনকাউন্টারে নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
হিদমা ২০১০ সালে দান্তেওয়াড়ায় হামলায় অন্যতম বড় ভূমিকা পালন করেছিল। সেই হামলায় ৭৬ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন। ২০১৩ সালে ঝিরাম ঘাটিতে হামলাতেও বড় ভূমিকা ছিল হিদমার। শীর্ষ কংগ্রেস নেতা সহ ২৭ জন নিহত হয়েছিলেন এই হামলায়। এরপর ২০২১ সালে সুকমা-বিজাপুরে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হিদমার। সেই হামলায় ২২ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন। সেই হিদমাকে এনকাউন্টারে খতম করে দেওয়ায় মাওবাদীরা বড় ধাক্কা খেয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকশো মাওবাদী আত্মসমর্পণ করেছে। এই আবহে মাওবাদীদের শক্তি এমনিতেই কমেছে। তার মধ্যে অবশিষ্ট মাওবাদীদের খতম করতে জারি রাখা হয়েছে অভিযান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *