ডেস্ক রিপোর্টার,১২ সেপ্টেম্বর।।
          ছাত্র-যুব আন্দোলনের ফলে ভেঙে দেওয়া হল নেপালের সংসদ ৷ সেনা, প্রেসিডেন্ট, দেশের সব রাজনৈতিক দল এবং আন্দোলনকারী জেন জ়ি নেতারা সর্বসম্মিলিতভাবে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকেই চূড়ান্ত করলেন ৷ শুক্রবার নেপালের প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ তাঁর জন্য নতুন করে সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ৷শুক্রবার রাতেই অন্তর্বর্তী সরকার গঠন হবে ৷ এবং দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সুশীলা সরকার-বিরোধী আন্দোলনে গত ৮-৯ সেপ্টেম্বর নেপাল রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ৷ বিক্ষুব্ধরা প্রধানমন্ত্রীর কার্যালয় জ্বালিয়ে দেয় ৷ চাপের মুখে বিক্ষোভের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন কেপি শর্মা ওলি ৷ সেদিন রাতে দেশের নিয়ন্ত্রণ নেয় নেপালের সেনাবাহিনী ৷ নেপালের মসনদে কে বসবেন ? সে নিয়ে বিস্তর আলোচনা হতে থাকে ভদ্রকালীতে অবস্থিত সেনার প্রধান কার্যালয়ে ৷শেষ পর্যন্ত ভারত পন্থী সুশীলা কার্কির নামেই দেওয়া হয় সিলমোহর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *