ডেস্ক রিপোর্টার, ২০ ডিসেম্বর।।
             ছিঃ ছিঃ। লজ্জা।ওসমান হাদির জানাজা শেষে বাংলাদেশের সংসদ ভবনে লুটপাট ইউনূসপন্থীদের। অসহায় ওপারের প্রশাসন। ইউনূস পন্থীরা সংসদ ভবনের ভিতরে ঢুকে সব তছনছ করে দেয়।দেশের সম্পদ ভাংচুরের পাশপাশি সংসদ ভবনে থাকা প্রচুর ঐতিহাসিক জিনিসপত্র চুরি করে নিয়ে যায় কট্টর পন্থীরা। বাংলাদেশের সেনাবাহিনীর সামনেই সাধারণ মানুষ সংসদ ভবন লুট করে। কিন্তু সেনার পক্ষে তাদেরকে আটকানো সম্ভব ছিল না। অর্থাৎ ওসমান হাদির মৃত্যুর শোকের মধ্যেও ইউনূস অনুগামীরা চুরি করে নিয়ে যায় দেশের সম্পদ। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে বঙ্গবন্ধুর দেশে।
         

।সংসদ ভবনে লুটপাট।

বাংলাদেশের প্রথম সারির দুই সংবাদ পত্র প্রথম আলো ও দ্যা ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দিয়েছে ইউনুসের লোকজন।প্রশাসন কিছুই করতে পারে নি। হিন্দু শ্রমিক দীপু দাসকে হত্যা করে লাশ গাছের সঙ্গে বেঁধে তাতে আগুণ ধরিয়ে দেওয়া হয়। তাও আবার রাজপথে।দিনের পর দিন বাংলাদেশের অর্থনীতিতেও আগুণ ধরছে। জিনিস পত্রের দাম মানুষের নাগালের বাইরে। গোটা দেশে এতো কিছু চলার পরও নিশ্চুপ ইউনুস। তিনি নিজের মহলে বসে নিরোর মতো বাঁশী বাজাচ্ছেন। হায়রে বাংলাদেশ। কবে গুছাবে বাংলাদেশের এই অদ্ভুদ আঁধার? কেউ জানেন না?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *