ডেস্ক রিপোর্টার, ২৪ এপ্রিল।। “পাকিস্তান ইস্যুতে সরকার যা সিদ্ধান্ত নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে বিরোধীদের।”– বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত সর্ব দলীয় বৈঠকের পর একথা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।এদিন সন্ধ্যায় দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছিল সর্ব দলীয় বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে হয় বৈঠক।উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।তবে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা আগেই জানানো হয়েছিলো।
” কোথাও না কোথাও খামতি রয়েছে। এই খামতি খুঁজে বের করতেই হবে: শাহ
খবর অনুযায়ী, অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে গোয়েন্দার ব্যর্থতার দিক। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, ” কোথাও না কোথাও খামতি রয়েছে। এই খামতি খুঁজে বের করতেই হবে। তার জন্যই আলোচনা।” এদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় বৈঠক। শেষ হয় রাত সাড়ে আটটায়।রাজ্য সভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ” দেশের স্বার্থে কেন্দ্রিয় সরকারের প্রতিটি সিদ্ধান্তের পেছনে সমর্থন থাকবে বিরোধী দলগুলির।”
কাশ্মীরের পেহেলগ্রামের ঘটনার ৪৮ ঘণ্টারও অধিক সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত জিঙ্গদের ধরা যায় নি।
প্রসঙ্গত,কাশ্মীরের পেহেলগ্রামের ঘটনার ৪৮ ঘণ্টারও অধিক সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত জিঙ্গদের ধরা যায় নি। তবে ভারতীর সেনা তন্ন তন্ন করে সন্ধান করছে।চলছে চিরুনি তল্লাশি।ইতিমধ্যে জঙ্গিদের ধরিতে দিতে পারলে ২০ লক্ষ টাকার পুরষ্কার ঘোষনা করেছে কাশ্মীর সরকার।দেশের মানুষ এখন চেয়ে আছে মোদী সরকারের দিকে।
ভারতের আঘাতে পাকিস্তান এখন দিশেহারা।
ইতিমধ্যে ভারত কূটনৈতিক ভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত করতে শুরু করেছে। পাল্টা আঘাত করছে ইসলামাবাদও। তবে ভারতের আঘাতে পাকিস্তান এখন দিশেহারা। এখন কি ভারত সরাসরি পাকিস্তানে হামলা করবে? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।