ডেস্ক রিপোর্টার, ৩রা মার্চ।।
                           রাজ্যের কৃষকদের উন্নয়নের জন্য তাদেরকে পাঠানো হয়েছে দিল্লিস্থিত ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে। রাজ্যের দুইশ জন কৃষক কৃষি গবেষণা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবে। মোট ১০টি ব্যাচ যাবে দিল্লিতে। প্রতি ব্যাচে কুড়ি জন করে।সোমবার রাজধানী এক্সপ্রেসে করে প্রথম ব্যাচ রওয়ানা হয়েছে দিল্লির উদ্দেশ্যে। কৃষকদের দিল্লি যাত্রার সময় আগরতলা রেল স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের কৃষকদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য পাঠানো হচ্ছে দিল্লিতে। তারা প্রশিক্ষণ নেবে। ঘুরে দেখবে  ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র।
                    মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আগামী পরশু তিনি যাচ্ছেন নাগপুরে।সেখানে গিয়ে কৃষি কাজের জন্য রাজ্যের মাটির অবস্থান নিয়ে আলোচনা করবেন।সঙ্গে যাবেন দুইজন অধিকর্তা।মন্ত্রীর কথায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে দারুন ভাবে কৃষি হচ্ছে।রাজ্যে বিশাল জায়গা নিয়ে শুরু হয়েছে পামওয়েল চাষ। হচ্ছে স্ট্রবেরী সহ নানান ফল।।

#Tripura #Agriculture#Farmer#IARI#Janatar#Mashal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *