ডেস্ক রিপোর্টার,২০ জুলাই।।
প্রয়াত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল..।তিনি রেখে গিয়েছেন স্ত্রী, পুত্র ও কন্যাকে। রবিবার ৩.৪৫ মিনিটে দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন দিল্লিতে।ভর্তি হয়েছিলেন এইমসে।
দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক
প্রদীপ দত্ত ভৌমিকের অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি নিয়মিত ভাবে প্রদীপ দত্ত ভৌমিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেন বলেও জানিয়েছেন।
প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাংবাদিক সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট’স- র(এওজে) সাধারণ সম্পাদক শানিত দেবরায়। প্রদীপ দত্ত ভৌমিকের মৃত্যুতে শোকাহত এওজে’ র সমস্ত সদস্যরা।
১৯৭৪-৭৫ সাল থেকে তিনি দৈনিক সংবাদ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। সুনাম ও দক্ষতার সহিত সংবাদ ভবনের বিভিন্ন “নিউজ ডেস্ক”- এ দৈনিক সংবাদ’র প্রতিষ্ঠাতা প্রয়াত ভূপেন দত্ত ভৌমিকের সঙ্গে কাজ করেছেন। তার লেখনী ছিলো অত্যন্ত শক্তিশালী।খবরে শব্দ চয়ন ছিলো অসাধারণ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনিই ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে রাজ্যের সংবাদ জগতের। যা কোনো দিন পূরণ হবে না।
