ডেস্ক রিপোর্টার,২২ অক্টোবর।।
বাঙালির প্রধান উৎসব গুলির মধ্যে অন্যতম ভাই ফোঁটা। এই উৎসব হয় দুইদিনে। দ্বিতীয়া ও তৃতীয়াতে। বৃহস্পতিবার রাজ্যে ভ্রাতৃ তৃতীয়া।এই দিনেই রাজ্য জুড়ে ২৪ ঘণ্টার বনধ ডেকেছে তিপ্রা সিভিল সোসাইটি। যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বৈরী নেতা রঞ্জিত দেববর্মা। ভ্রাতৃ তৃতীয়ার দিনে ত্রিপুরা বনধ ডেকে রঞ্জিত প্রমাণ করেছে, তিনি কত বড় বাঙালি বিদ্বেষী।
প্রাক্তন বৈরী নেতা তথা তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা জানিয়েছেন, আগরতলা শহরের তিনটি জায়গাতে তারা পিকেটিং করবে।তারমধ্যে রয়েছে উত্তর গেট, সার্কিট হাউস ও মহাকরণ সংলগ্ন এলাকায়। তবে প্রশাসনের সহযোগিতায় শান্তি পূর্ন ভাবেই তারা বনধের সমর্থনে পিকেটিং করতে চায়।
রঞ্জিত দেববর্মার দাবী, গোটা রাজ্যে মোট ৪৫টি জায়গাতে তারা পিকেটিং করবে।বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে বনধ সমর্থনকারীদের কার্যকলাপ। সমর্থকরা প্রবল উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়েই বনধ পালন করবে।
