জোলাইবাড়ী ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।
জোলাইবাড়ীতে স্বল্প বাজেটে বড় আকারে দূর্গা পূজার আয়োজন করে থাকে ব্যবসায়ী সংঘ। এবছর মায়ের নয়টি রূপ পূজিত হচ্ছে ব্যবসায়ী সংঘের মণ্ডপে। শেষ বছরেও নবদূর্গা থিমকে সামনে রেখেই পূজার আয়োজন করেছিল জোলাইবাড়ীর ব্যবসায়ীরা। মহাষষ্ঠীর দিনে বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার হাত ধরে এই পূজার শুভ সূচনা করা হয়। এইবছর পূজার বাজেট রয়েছে চার লক্ষ টাকা। এই সীমিত বাজেটের মধ্যে পূজাকে কেন্দ্র করে নানান সামাজিক কর্মসূচী ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পূজা কমিটি। এই পূজা সম্পর্কে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে পূজো করার প্রয়োজনীয় টাকা চাঁদার মাধ্যমে জোগাড় করা সম্ভব হতো না। তাই খালি টিনের ছাউনি দিয়ে মায়ের আরাধনা করা হতো। ধীরে ধীরে তারা সেই পরিস্হিতি কাটিয়ে উঠে এখন সুন্দর মণ্ডপ তৈরি করেই মায়ের আরাধনা করছে।
