ডেস্ক রিপোর্টার, ২ জুলাই।।
ফের রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেতে চলছেন রামপদ জমাতিয়া। চাকরী হারাচ্ছেন বর্তমান মন্ত্রী বিকাশ দেববর্মা।বৃহস্পতিবার গুরুবারে রাজভবনে রামপদ জমাতিয়ার শপথ গ্রহণ অনুষ্ঠান। এমন খবর প্রদেশ বিজেপি সূত্রের । রামপদ জমাতিয়ার শপথ গ্রহণ কেন্দ্র করে সেজে উঠছে রাজভবন। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই সাক্ষাৎ পর্বে রামপদ জমাতিয়াকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যপালকে। একই সঙ্গে বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। বর্তমান উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানান দুর্নীতির অভিযোগ সামনে এসেছিলো। তাঁর দুর্নীতি নিয়ে সরব হয়েছিলো বিরোধীরাও। শেষ পর্যন্ত এবার পাকাপাকি ভাবেই চাকরী হারাচ্ছে চলছেন কৃষ্ণপুরের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। তবে দুর্নীতির জন্যই কি বিকাশ মন্ত্রিত্বের চাকরি খোয়াছেন? তা কিন্তু স্পষ্ট করে নি ভাজপা শিবির।