ডেস্ক রিপোর্টার, ১৫ জুলাই।।
                     “আমাদের দলে যোগ দেওয়া রতন দাস মাদক কারবারী। দলের নাম ভাঙিয়ে রতন মাদক কারবার শুরু করেছে। কিন্তু আমি এই ব্যবসা করতে দেবো না। আমিই এই বিধানসভা এলাকার সর্বেসর্বা।”- বক্তা সূর্যমনি নগর বিধানসভার বিজেপি বিধায়ক রামপ্রসাদ পাল।  দলীয় কর্মীদের নিয়ে অনুষ্ঠিত একটি সভায় একথা বলেছেন তিনি।
        বিধায়ক রামপ্রসাদ পাল তার কর্মীদের সতর্ক করে বলেন, কেউ অপরাধ করলে তাকে ছাড়া হবে না, সে যতো বড় নেতাই হোক না কেন? অপরাধী হলে তাকে শাস্তি পেতেই হবে। রামপ্রসাদ পালের বক্তব্য, কিছু লোক কংগ্রেস জামানায় কংগ্রেস থেকে খেয়েছে,সিপিআইএম জামানায় সিপিআইএম থেকে খেয়েছে,বিজেপি জামানায় বিজেপি থেকে খাওয়ার চেষ্টা করছে।কিন্তু এখন তাদের দেওয়া যাবে না। এই সমস্ত লোকজন দলের নামকে কালিমালিপ্ত করছে।

।বিজেপি নেতা রতন দাস।


বিধায়ক রাম প্রসাদ পাল সরাসরি অভিযোগ করেন, কংগ্রেস থেকে বিজেপিতে আসা রতন দাস নেশা ব্যবসার আড়ত খুলে বসেছে। বাড়িতে বিক্রি করছে মদ। তাতে বিষিয়ে উঠছে এলাকার পরিবেশ। তিনি বলেন, পুলিশ দেখেও না দেখার ভান করে বসে আছে। শেষ পর্যন্ত বিধায়কের নির্দেশেই নাকি পুলিশ রতন দাসের কয়েকজন লোককে গ্রেফতার করেছে।
       বিধায়ক রাম প্রসাদ পালের পরিষ্কার ভাবেই জানিয়ে দেন, সূর্যমনি নগর বিধানসভাতে শেষ কথা বলবেন তিনিই। এখানে অন্য কাউর কথা চলবে না। এমনকি বিধায়ক তার দলের নেতা রতন দাসকে সতর্ক করে দিয়ে বলেন, আগামী দিনে আবার অবৈধ কাজ শুরু হলে মানুষ তার বিচার করবে।রাজনীতিকরা বলছেন, বিধায়কের এই বক্তব্য যথেষ্ট ভয়ানক। মানুষ নিজের হাতেই তুলে নিতে পারে আইন। আর তাতেই ঘটতে পারে ভয়ানক ঘটনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *