২২৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে উত্তরাখণ্ড  শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনিং জুটিতে ভূপেন লাল্বনি এবং পিএস চোপড়া ১৬৩ বল খেলে ৬০ রান যোগ করেছিলেন। চোপড়া ৬৮ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। এরপর ওপেনার ভূপেনের সঙ্গে রুখে দাঁড়ান অধিনায়ক কুনাল চান্দেলা। ত্রিপুরার যাবতীয় আক্রমণ ভোতা করে দেন।

স্পোর্টস ডেস্ক, ২৫ জানুয়ারি।।
        ঘরের মাঠে পরাজিত ত্রিপুরা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে। শেষ দিনে রবিবার বোলারদের দিকে তাকিয়ে ছিল রাজ্য দল। কিন্তু এদিন ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে পারেননি। ফলে অনেকটা সহজেই জয় পেয়ে যায় সফররত উত্তরাখন্ড। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তরাখন্ড জয় লাভ করে ৯ উইকেটে। তৃতীয় দিনে ৮ উইকেটে ২৪৭ রান নিয়ে খেলতে নেমে এদিন আরও ১১ রান যোগ করার ফাঁকে শেষ দুটি উইকেট হারায় ত্রিপুরা। রাজ্য দলের পক্ষে সেন্টু সরকার ১৫৩ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ৫৭ রানে অপরাজিত থেকে যান। উত্তরাখণ্ডের পক্ষে মায়ঙ্ক মিশ্র ৮০ রানে চারটি এবং অভয় নেগী ২৪ রানে দুটি উইকেট দখল করেন। ২২৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে উত্তরাখণ্ড  শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনিং জুটিতে ভূপেন লাল্বনি এবং পিএস চোপড়া ১৬৩ বল খেলে ৬০ রান যোগ করেছিলেন। চোপড়া ৬৮ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। এরপর ওপেনার ভূপেনের সঙ্গে রুখে দাঁড়ান অধিনায়ক কুনাল চান্দেলা। ত্রিপুরার যাবতীয় আক্রমণ দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে ওই দুটি এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। শেষ পর্যন্ত ওই দুটি অবিচ্ছিন্ন থেকে উত্তরাখণ্ডকে জয় এনে দেন। ভূপেন ২১৭ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ১০০ রানে এবং কুনাল ১০৬ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৩ রানে অপরাজিত থেকে যান।৬৫ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় উত্তরাখণ্ড। ত্রিপুরার পক্ষে অভিজিৎ সরকার একমাত্র উইকেটটি দখল করেন।
এর আগে ত্রিপুরার গড়া ২৬৬ রানের জবাবে উত্তরাখন্ড ৩০১ রান করেছিল। ৩৫ রানে পিছিয়ে থেকে ত্রিপুরার দ্বিতীয় ইনিংসে ২৫৮ রান করে। ত্রিপুরার অধিনায়ক মনি শংকর মুড়া সিং এর শততম ম্যাচে হাঁটতে হয়েছে রাজ্য দলকে। ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরা মরশুমের শেষ ম্যাচ খেলবে গুজরাটের বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *