স্পোর্টস ডেস্ক,১৯ ডিসেম্বর।।
             অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ইতিমধ্যে সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। তবে মালয়েশিয়ার বিরুদ্ধে এক বাঙালির ঝড়ো ব্যাটিং মন ধরেছে ক্রিকেট বিশেষজ্ঞদের।এই বাঙালি ক্রিকেটারের নাম অভিজ্ঞান কুন্ডু। তাঁর ঐতিহাসিক ২০৯ রান করে চমকে দিয়েছে গোটা বিশ্বকে। গড়লো যুব ক্রিকেটে নতুন রেকর্ড। অনূর্ধ্ব-১৯ ওডিআইয়ে সবচেয়ে দ্রুত ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন ভারতের মুম্বাইয়ের এই বাঙালি ক্রিকেটার। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের এই উইকেটকিপার-ব্যাটার কুন্ডু। তাঁর এই অনবদ্য ইনিংস এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের স্কোর ৪০৮ রানে পৌঁছে দেয়।

Date: 19/12/2025=( ADVT/ICA/C- 3513/25)

অভিজ্ঞাপনের ১২৫ বলে ২০৯ রানের ইনিংসের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে দাদাগিরি করলো কোনো এক বাঙালি।মালয়েশিয়ার বিরুদ্ধে ১৭টি চার এবং ৯টি ছয় দিয়ে সাজানো ছিল অভিজ্ঞানের ইনিংস। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন অভিজ্ঞান কুন্ডু। এই জায়গাতে ব্যাট করতে নেমে ১২৫ বলে ২০৯ রান করতে কতটা সংযমী হতে হয়, দেখালেন অভিজ্ঞান। তিনি এক সঙ্গে ভাঙলেন অম্বতি রাইডু, সৌম্য সরকার ও বৈভব সূর্যবংশীর রেকর্ড।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *