স্পোর্টস ডেস্ক,৩১ অগাষ্ট।।
দলীপ ট্রফির সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। প্রথম সেমিফাইনালে দক্ষিণাঞ্চল খেলবে উত্তরাঞ্চলের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে পশ্চিমাঞ্চল খেলবে মধ্যাঞ্চলের বিরুদ্ধে। ৪ থেকে ৭ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ বেঙ্গালুরুতেই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরাঞ্চল বিশাল রানের ব্যবধানে এগিয়ে থেকে পূর্বাঞ্চলকে নক আউট করে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। ২৮ আগস্ট থেকে শুরু হওয়া ম্যাচে উত্তরাঞ্চল প্রথমে বেটিং এর সুযোগ পেয়ে ৯৩.২ ওভারে ৪০৫ রানে ইনিংস শেষ করলে জবাবে পূর্বাঞ্চল ৫৬.১ ওভার খেলে ২৩০ রানে ইনিংস গুটিয়ে নেয়। প্রথম ইনিংসে লিড নিয়ে উত্তরাঞ্চল ফের ব্যাট করতে শুরু করে চতুর্থ দিনে খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৪৬.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৬৫৮ রান সংগ্রহ করেছে। পূর্বাঞ্চলের হয়ে খেলার সুযোগ পাওয়া ত্রিপুরার শ্রীদাম পাল ১৭ বল খেলে একটি বাউন্ডারি সহযোগে সাত রান সংগ্রহ করে কট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন। মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও ড্র-তে নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম ইনিংসে দুর্দান্ত লিড নেওয়ার সুবাদে মধ্যাঞ্চল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ২৮ আগস্ট খেলা শুরুতে মধ্যাঞ্চল প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ১০২ ওভারে ৪ উইকেটে ৫৩২ রানে ইনিংস ঘোষণা করলে জবাবে উত্তর পূর্বাঞ্চল ১৮৫ রানে প্রথম ইনিংস শেষ করে নেয়। লিড নিয়ে মধ্যাঞ্চল ফের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৩১ রান করে ইনিংস ঘোষণা করলে জবাবে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫৮ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
