ডেস্ক রিপোর্টার,১১ সেপ্টেম্বর।।
ম্যাচ মাস্ট গো অন।’ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচ বাতিলের দাবিতে দায়ের হওয়া আবেদন দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার মামলাটি উঠেছিল দেশের সর্বোচ্চ আদালতে।ডিভিশন বেঞ্চের বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোই শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন।
কয়েকমাস আগেই পহেলগাঁওয়ে নৃশংস হামলার সাক্ষী থেকেছে গোটা দেশ। পাল্টা ‘অপারেশেন সিঁদুর’ অভিযানে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। সব মিলিয়ে ২২ এপ্রিল পরবর্তী ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থায় ২০২৫ সালের এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর যুযুধান দুই প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হতে চলেছে৷ তার আগেই পহেলগাঁও-কাণ্ডের প্রভাব ২২ গজে আছড়ে পড়ে।
এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এবং অবিলম্বে তার শুনানির আবেদন করা হয়। সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে আইনের ছাত্রী উর্বশী জৈন এবং আরও ৩ জন ছাত্রী এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।কিন্তু শীর্ষ আদালত ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে দায়ের হওয়া ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোই স্পস্ট ভাবেই বলেছেন, ‘এত তাড়াহুড়ো কিসের? ম্যাচটা এই রবিবার, এখন কী করা যায়? ম্যাচটা তো হতেই হবে।”
