Tripura #Cricket#International#Stadium#Janatar Mashal।
রাজ্য ক্রিকেট অভিভাবক সংস্থার কর্তাদের দলবাজি ও ল্যাং মারামারি এবং খাওয়া – খাওয়ী সংস্কৃতির সৌজন্যে নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কাজ চলছে শম্ভুক গতিতে।
ওয়ার্ক অর্ডার অনুযায়ী মাত্র ১৭ মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু সাত বছরেও এ কাজ শেষ হয়নি। মাত্র টেনেটুনে বড় জোর ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কবে সম্পূর্ণ রূপে নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম মাথা তুলে দাঁড়াবে? এবং আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রের লেখচিত্রে স্বর্ণাক্ষরে লিখবে তার নাম?
ডেস্ক রিপোর্টার ,৬ নভেম্বর।।
জার্নি শুরু ২০১৭ সালে। সাত বছরেও পৌঁছতে পারেনি কাঙ্খিত লক্ষ্যে। অর্থাৎ রাজ্যের বাম – রাম দুই জামানার শরিক। তারপরও হতে পারি নি পরিস্ফুটিত। হাতে আছে, আন্তর্জাতিক মানচিত্রে স্থান পাওয়ার একশ শতাংশ হাত ছানি। কিন্তু সত্যি হলেও দুর্ভাগ্য “অভাগা” আজও দাঁড়িয়ে আছে মেরুদন্ড ভেঙ্গে। কবে সোজা হবে সোজা হবে শিরদাঁড়া? কেউ জানেন না। এই হতভাগা আর কেউ নয়, আগরতলার “নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম”।
ওয়ার্ক অর্ডার অনুযায়ী মাত্র ১৭ মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।
২০১৭ সালে তৎকালীন বাম জামানায় নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছিল, একরাশ স্বপ্ন নিয়ে। সোডিয়াম নির্মাণের দায়িত্বে মহেন্দ্র সিং ধোনির রাজ্য ঝাড়খণ্ডের সংস্থা রাম কৃপাল কনস্ট্রাকশন। ওয়ার্ক অর্ডার অনুযায়ী মাত্র ১৭ মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু সাত বছরেও এ কাজ শেষ হয়নি। মাত্র টেনেটুনে বড় জোর ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কবে সম্পূর্ণ রূপে নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম মাথা তুলে দাঁড়াবে? এবং আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রের লেখচিত্রে স্বর্ণাক্ষরে লিখবে তার নাম? এটা হলফ করে বলা যাচ্ছে না।
আরো খবর পড়ুন
https://janatarmashal.com/tripura-news-fear-of-ex-mps-brothers-hooliganism-tripura-news-
নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের নৈসর্গিক সৌন্দর্যে মন ভরে উঠেছে আইপিএল- র প্রথম সারির টিম কলকাতা নাইট রাইডার্স-র মিলিয়নপতি মালিকদের। তারা চাইছে আগরতলার “নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম”কে নিজেদের “সেকেন্ড হোম” হিসাবে ব্যবহার করতে। দুর্ভাগ্য ত্রিপুরার! রাজ্য ক্রিকেট অভিভাবক সংস্থার দলবাজি ও ল্যাং মারামারি এবং খাওয়া – খাওয়ী সংস্কৃতির সৌজন্যে নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কাজ চলছে শম্ভুক গতিতে।
তবে ক্রিকেট সংস্থার বর্তমান কর্মকর্তারা চাইছেন রাম কৃপাল কনস্ট্রাকশনের কাছ থেকে নির্মাণ কাজের দায়িত্ব অন্য কোনো সংস্থার হাতে তুলে দিয়ে স্টেডিয়ামের কাজ দ্রুত সম্পন্ন করতে।
বাস্তব অর্থে, কবে নাগাদ নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তার মুকুটে ক্রিকেটের পালক লাগবে? তার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যের মানুষ। সঙ্গে অবশ্যই শাহরুখ খানের আইপিএল – র টিম কলকাতা নাইট রাইডার্স।