স্পোর্টস ডেস্ক,২৭ জুলাই।।
ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটা ইংল্যান্ডেই খেলছেন শুভমান গিল। আর অধিনায়কত্বের অভিষেকেই বড় এক বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন ভারতীয় ব্যাটসম্যান। ওল্ড ট্রাফোর্ডে আজ ভারতের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেই রেকর্ডটা ছুঁয়েছেন গিল। এবারের সিরিজে চার ম্যাচে এটি গিলের চতুর্থ সেঞ্চুরি। টেস্টে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটিই।
অধিনায়কদের এই রেকর্ডে গিল পাশে বসেছেন দুই কিংবদন্তির। তাঁদের একজন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে পাঁচ ম্যাচের ছয় ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন স্যার ডন।
পরের নামটা সুনীল গাভাস্কার। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করার কীর্তি গড়া ব্যাটসম্যান ১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় ম্যাচে নয়বার ব্যাট করে চারটি সেঞ্চুরি করেছিলেন।
গাভাস্কারের ৪৭ বছর পর সেই কীর্তি ছোঁয়া গিলের সামনে ব্র্যাডম্যান-গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আরেকটি সেঞ্চুরি পেলেই যে হয়ে যায়। সিরিজের প্রথম চার টেস্টের আটবার ব্যাট করা গিল তাহলে ছুঁয়ে ফেলবেন আরেকটি বিশ্ব রেকর্ডও।
