স্পোর্টস ডেস্ক,১২ অক্টোবর।।
           চিনের জিয়াংহেতে চিনা অনূর্ধ্ব ১৭ দলকে ১-০ ব্যবধানে হারাল ভারতের খুদেরা। সম্প্রতি চিনের অনূর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলতে সেই দেশের সফরে গিয়েছিল ভাতের অনূর্ধ্ব ১৭ দল। সফরের প্রথম ম্যাচটি হয় গত বুধবার। সেই ম্যাচে ৪-০ ব্যবধানে লজ্জার হার হজম করতে হয় ভারতীয় খুদেদের। তবে সেই হার ভুলে সফরের দ্বিতীয় ম্যাচে জয়ের পথে ফিরল ভারত। শুক্রবার ম্যাচে ৭৫তম মিনিটে ওয়াংখেইরাকপাম গুনলেইবা নির্ণায়ক এবং একমাত্র গোলটি করেন ভারতের হয়ে। এই আবহে জয় দিয়ে চিন সফর শেষ করেন বিবিয়ানো ফার্নান্দেজের ছেলেরা। সফরের দুটি ম্যাচই জিয়াংঘের জাতীয় ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।
  উল্লেখ্য, নভেম্বরে আমেদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্ব। সেই প্রতিযোগিতার আগে চিনে এই ম্যাচগুলি ভারতের জন্য মূল্যবান প্রস্তুতি ছিল। এদিকে বাছাইপর্বের আগে তাদের প্রশিক্ষণ শিবির চালিয়ে যেতে ব্লু কোল্টসরা গোয়ায় ফিরে আসবে। এর আগে সম্প্রতি অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়ন হয় ভারত। কলম্বোয় অনুষ্ঠিত সেই প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে টাইব্রেকারে জিতেছিল ভাতরীয় খুদেরা।সাফ অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতার ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ২-২। ভারতের হয়ে গোল করেছিল দাল্লালমুওন গাংতে এবং আজলান শাহ। পরে টাইব্রেকারে জয়ী হয় ভারত। সেই প্রতিযোগিতায় এর আগে সেমিফাইনালে নেপালকে হারিয়েছিল ভারত। অন্যদিকে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। নেপালের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছিল ইয়ং টাইগার্স। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *